১৫ রমজানের পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, শিশু ও নারী পুরুষ শুরু করেছেন ঈদের কেনাকাটা। তবে এবার মেয়েদের সেরা পছন্দের তালিকায় রয়েছে ভারতীয় পোশাক সারারা, গারারা ও নায়রা। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ক্লাব সুপার মার্কেট, নিউমার্কেট, শিল্পকলা মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, পুরাতন বাজারসহ জেলার বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শহরের ক্লাব সুপার মার্কেট ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, শাড়ির দোকানগুলোয় ক্রেতা ও বেচাবিক্রি কম থাকলেও গার্মেন্টের তৈরি পোশাকের দোকানসহ জুতা স্যান্ডেলের দোকানে ক্রেতাদের ভিড়। তবে অধিকাংশ ক্রেতাই হচ্ছেন নারী ও শিশু। পোশাক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে মেয়েদের পোশাকের মধ্যে সারারা, গারারা ও নাইরা নামে তিনটি পোশাক বেশি বিক্রি হচ্ছে। তবে সুতি পোশাকের চাহিদাও রয়েছে। এ ছাড়া অন্যান্য পোশাকও বিক্রি হচ্ছে। ক্লাব সুপার মার্কেটের আজরা ফ্যাশনের মালিক নারী উদ্যোক্তা লিজা খান নিজেই বিক্রি করছেন ছোট-বড় মেয়েদের তৈরি নান্দনিক পোশাক। তিনি জানান, ১৫ রোজার পর থেকেই জমে উঠেছে ঈদের বেচা-কেনা। তবে লেহেঙ্গা বা অন্যান্য ডিজাইনের পোশাকের চেয়ে এবার সারারা, গারারা ও নাইরা পোশাক বেশি বিক্রি হচ্ছে। ছোট মেয়েদের এ তিনটি পোশাকের প্রতিটির দাম ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং বড়দের ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে। এদিকে নিউমার্কেটের মোশারফ গার্মেন্ট ও ক্লথের মালিক মো. মোশারফ হোসেন বলেন, এবার টাঙ্গাইল সুতি শাড়ির দাম ৫০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। এ ছাড়া রেডিমেড পোশাকও ভালো বিক্রি হচ্ছে। গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা দরদাম করে কিনছেন। অন্যদিকে ক্লাব সুপার মার্কেটের জুতা স্যান্ডেল বিক্রেতা আতিকুল ইসলাম জানান, ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা জুতা-স্যান্ডেল কিনতে ভিড় করছেন।
বিক্রিও ভালো হচ্ছে, তবে এবার দাম কিছুটা বেশি। অন্যদিকে নিম্নআয়ের মানুষ কম দামে জিনিসপত্র কিনতে ফুটপাতের দোকানগুলোতেও ভিড় করছেন। চাঁপাইনবাবগঞ্জের মার্কেটগুলোতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের থেকে এবারের ঈদের পোশাকের দাম অনেক বেশি-বলা যেতে পারে প্রায় দ্বিগুণ। তার পরও পরিবারের সদস্যদের ঈদ চাহিদা মিটাতে বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে।