পোশাক তৈরির মজুরি বেড়ে যাওয়ায় বগুড়ায় দর্জিপাড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক। কয়েক বছর ধরে ঈদুল ফিতরে দর্জিপাড়ায় দম ফেলার সময় না থাকলেও এবার তেমন ব্যস্ততা নেই। স্বাভাবিক সময়ের মতোই কাজ করছেন শ্রমিকরা। বগুড়া শহরের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে যানা যায়, ঈদ ঘনিয়ে এলেও কারিগররা নতুন পোশাক তৈরি করছেন স্বল্প পরিসরে। গত বছরের তুলনায় এবার পোশাক বানাতে দর্জিপাড়ায় ভিড় করছেন খুব কম সংখ্যক মানুষ। প্রতি বছর এই সময়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারখানাগুলোতে ব্যস্ততা থাকলেও এ বছর চিত্র আলাদা। সব বয়সের মানুষ গার্মেন্টেসের তৈরি পোশাক কিনতে বেশি আগ্রহী। কাপড়ের দাম এবং মজুরি দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ টেইলার্সে পোশাক তৈরি করার আগ্রহ হারিয়েছেন। তারা ঝুঁকছেন তৈরি পোশাকে। বগুড়া শহরে পুরুষদের পোশাক তৈরির জন্য শতাধিক দর্জির দোকান রয়েছে। এ ছাড়া শহরের বাইরে প্রায় সব এলাকায় ও বিভিন্ন বাড়িতে রয়েছে দর্জিদোকান। নারীদের পোশাক তৈরির জন্য রয়েছে আরও অর্ধশতাধিক ছোটবড় টেইলার্স। এ পেশার সঙ্গে জড়িত প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক। পোশাক তৈরির কারিগররা বলছেন, ঈদুল ফিতর সামনে রেখে বগুড়ার দর্জিপাড়ার আগের মতো নেই আর কর্মব্যস্ততা। তৈরিকৃত (রেডিমেট) পোশাকের ওপর মানুষ বেশি ঝুঁকছেন বলে কাজের চাপ অনেক কম। বগুড়া শহরের একাধিক টেইলার্স কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য বছরের তুলনায় এবার কাজের চাপ অনেক কম। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আগের মতো পোশাক তৈরি করছেন না। এবার শহরের নামিদামি প্রতিষ্ঠানগুলোয় অর্ডার এসেছে কম। শহরের মন্ডল মার্কেটের কারখানার কারিগর শাহেদ জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ পেশায় কাজ করে আসছেন। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার কাজের চাপ একেবারেই কম। ঈদ ঘনিয়ে এলেও কাজ চলছে ঢিলেঢালা। এই কারখানায় প্রায় ৩০-৪০ জন কারিগর কাজ করে। কাজের চাপ কম হওয়ায় এবার অনেকে অলস সময় কাটাচ্ছেন।
শিরোনাম
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক