পোশাক তৈরির মজুরি বেড়ে যাওয়ায় বগুড়ায় দর্জিপাড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক। কয়েক বছর ধরে ঈদুল ফিতরে দর্জিপাড়ায় দম ফেলার সময় না থাকলেও এবার তেমন ব্যস্ততা নেই। স্বাভাবিক সময়ের মতোই কাজ করছেন শ্রমিকরা। বগুড়া শহরের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে যানা যায়, ঈদ ঘনিয়ে এলেও কারিগররা নতুন পোশাক তৈরি করছেন স্বল্প পরিসরে। গত বছরের তুলনায় এবার পোশাক বানাতে দর্জিপাড়ায় ভিড় করছেন খুব কম সংখ্যক মানুষ। প্রতি বছর এই সময়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারখানাগুলোতে ব্যস্ততা থাকলেও এ বছর চিত্র আলাদা। সব বয়সের মানুষ গার্মেন্টেসের তৈরি পোশাক কিনতে বেশি আগ্রহী। কাপড়ের দাম এবং মজুরি দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ টেইলার্সে পোশাক তৈরি করার আগ্রহ হারিয়েছেন। তারা ঝুঁকছেন তৈরি পোশাকে। বগুড়া শহরে পুরুষদের পোশাক তৈরির জন্য শতাধিক দর্জির দোকান রয়েছে। এ ছাড়া শহরের বাইরে প্রায় সব এলাকায় ও বিভিন্ন বাড়িতে রয়েছে দর্জিদোকান। নারীদের পোশাক তৈরির জন্য রয়েছে আরও অর্ধশতাধিক ছোটবড় টেইলার্স। এ পেশার সঙ্গে জড়িত প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক। পোশাক তৈরির কারিগররা বলছেন, ঈদুল ফিতর সামনে রেখে বগুড়ার দর্জিপাড়ার আগের মতো নেই আর কর্মব্যস্ততা। তৈরিকৃত (রেডিমেট) পোশাকের ওপর মানুষ বেশি ঝুঁকছেন বলে কাজের চাপ অনেক কম। বগুড়া শহরের একাধিক টেইলার্স কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য বছরের তুলনায় এবার কাজের চাপ অনেক কম। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আগের মতো পোশাক তৈরি করছেন না। এবার শহরের নামিদামি প্রতিষ্ঠানগুলোয় অর্ডার এসেছে কম। শহরের মন্ডল মার্কেটের কারখানার কারিগর শাহেদ জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ পেশায় কাজ করে আসছেন। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার কাজের চাপ একেবারেই কম। ঈদ ঘনিয়ে এলেও কাজ চলছে ঢিলেঢালা। এই কারখানায় প্রায় ৩০-৪০ জন কারিগর কাজ করে। কাজের চাপ কম হওয়ায় এবার অনেকে অলস সময় কাটাচ্ছেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
দর্জিপাড়ায় নেই ঈদ ব্যস্ততা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর