পোশাক তৈরির মজুরি বেড়ে যাওয়ায় বগুড়ায় দর্জিপাড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক। কয়েক বছর ধরে ঈদুল ফিতরে দর্জিপাড়ায় দম ফেলার সময় না থাকলেও এবার তেমন ব্যস্ততা নেই। স্বাভাবিক সময়ের মতোই কাজ করছেন শ্রমিকরা। বগুড়া শহরের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে যানা যায়, ঈদ ঘনিয়ে এলেও কারিগররা নতুন পোশাক তৈরি করছেন স্বল্প পরিসরে। গত বছরের তুলনায় এবার পোশাক বানাতে দর্জিপাড়ায় ভিড় করছেন খুব কম সংখ্যক মানুষ। প্রতি বছর এই সময়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারখানাগুলোতে ব্যস্ততা থাকলেও এ বছর চিত্র আলাদা। সব বয়সের মানুষ গার্মেন্টেসের তৈরি পোশাক কিনতে বেশি আগ্রহী। কাপড়ের দাম এবং মজুরি দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ টেইলার্সে পোশাক তৈরি করার আগ্রহ হারিয়েছেন। তারা ঝুঁকছেন তৈরি পোশাকে। বগুড়া শহরে পুরুষদের পোশাক তৈরির জন্য শতাধিক দর্জির দোকান রয়েছে। এ ছাড়া শহরের বাইরে প্রায় সব এলাকায় ও বিভিন্ন বাড়িতে রয়েছে দর্জিদোকান। নারীদের পোশাক তৈরির জন্য রয়েছে আরও অর্ধশতাধিক ছোটবড় টেইলার্স। এ পেশার সঙ্গে জড়িত প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক। পোশাক তৈরির কারিগররা বলছেন, ঈদুল ফিতর সামনে রেখে বগুড়ার দর্জিপাড়ার আগের মতো নেই আর কর্মব্যস্ততা। তৈরিকৃত (রেডিমেট) পোশাকের ওপর মানুষ বেশি ঝুঁকছেন বলে কাজের চাপ অনেক কম। বগুড়া শহরের একাধিক টেইলার্স কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য বছরের তুলনায় এবার কাজের চাপ অনেক কম। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আগের মতো পোশাক তৈরি করছেন না। এবার শহরের নামিদামি প্রতিষ্ঠানগুলোয় অর্ডার এসেছে কম। শহরের মন্ডল মার্কেটের কারখানার কারিগর শাহেদ জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ পেশায় কাজ করে আসছেন। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার কাজের চাপ একেবারেই কম। ঈদ ঘনিয়ে এলেও কাজ চলছে ঢিলেঢালা। এই কারখানায় প্রায় ৩০-৪০ জন কারিগর কাজ করে। কাজের চাপ কম হওয়ায় এবার অনেকে অলস সময় কাটাচ্ছেন।
শিরোনাম
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
দর্জিপাড়ায় নেই ঈদ ব্যস্ততা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর