শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সীমান্তে ছয়টি সোনার বারসহ চোরাকারবারি আটক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছয়টি সোনার বারসহ কিবরিয়া (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল দুপুরে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন সংবাদ সম্মেলনে মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত কিবরিয়া ধামইরহাট উপজেলার চকশবদল গ্রামের আলাউদ্দিনের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, জেলার ধামইরহাটের চকিলাম সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে তাড়া করে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। কিবরিয়া দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার পাওয়া গেছে। যার বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার টাকা।

সর্বশেষ খবর