চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় আত্মহত্যা করেছেন প্রিয়াঙ্কা সেন (২৭) নামে এক গৃহবধূ। তিনি রানা সেনের স্ত্রী। বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে ওই গৃহবধূকে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।