শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

নওগাঁ-বগুড়া বাস ধর্মঘট

নওগাঁ প্রতিনিধি

দ্বিতীয় দিনেও গতকাল নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ এবং বগুড়ার বাস মালিকের বিরোধের জেরে এ রুটে বুধবার থেকে বাস বন্ধ হয়ে যায়।

এতে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। সরেজমিনে সান্তাহার পশ্চিম ঢাকা রোড নামক স্থানে গিয়ে দেখা যায়, কোনো যাত্রী হেঁটে অথবা অটো চার্জার, রিকসা রিজার্ভ করেছেন বগুড়া ও ঢাকায় যাওয়ার জন্য। এমন একজন যাত্রী সুজন সরদার বলেন, তিনি ৬৮০ টাকা দিয়ে ঢাকার একটি টিকিট কেটে ক্ষোভ ঝারছিলেন সংশ্লিষ্টদের ওপর। রাণীনগর উপজেলা থেকে পরিবার নিয়ে বগুড়া যাওয়ার জন্য পূর্বের স্ট্যান্ডে এসেছিলেন কার্তিক। সেখান থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে আসার কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর