রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর গ্রামে খলিলের ঘাট এলাকায় মরা তিস্তা নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ আট গ্রামের মানুষ যাতায়াত করছেন। ওই স্থানে নির্বাচনের আগে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী পাকা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও আজও বাস্তবায়ন হয়নি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকা ব্রিজ নির্মাণে কোনো জনপ্রতিনিধিই কথা রাখেননি। জানা গেছে, হারাগাছ ও শহীদবাগ ইউনিয়নের সীমান্তে খলিলের ঘাট নামক স্থানে পাকা ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। ওই স্থানে ব্রিজ না থাকায় চর নাজিরদহ, পল্লীমারী, চাংরা, খলাইঘাট, ঠিকানার হাট, পাগলার হাট, দয়ালবাজার, বুদ্ধিরবাজার, মাস্টারবাজার, প্রণনাথ চর ও সাব্দী গ্রামের স্কুল-কলেজ-মাদরাসাগামী শিক্ষার্থীসহ প্রায় অর্ধলাখ মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে যাতায়াত করেন। ওই এলাকাগুলো শষ্য ভান্ডার হিসেবে বেশ পরিচিত। গ্রামগুলোতে ব্যাপক হারে আলু, ভুট্টা, ধান, পাট, রসুন, মরিচ, পিঁয়াজ, বাদাম, খিরা, শসাসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। এসব কৃষিপণ্য হাটবাজারে নিতে হলে প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে তকিপল হাট, সাত কিলোমিটার ঘুরে খানসামা হাট ও ১২ কিলোমিটার ঘুরে মীরবাগ হাটে যেতে হয়। অথচ খলিলের ঘাটে পাকা সেতু নির্মাণ হলে রাস্তা অর্ধেক কমে আসবে। বর্তমানে এসব এলাকার মানুষের শুষ্ক মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো, বর্ষায় নৌকা। চাংড়া গ্রামের বাসিন্দা মঈনুল ইসলাম ও কপিল উদ্দিন বলেন, এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হবে এ কথা বহুদিন ধরে শুনে আসছি, কিন্তু ব্রিজ নির্মাণের বিষয়ে কোনো জনপ্রতিনিধিই কথা রাখেননি। কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, খলিলের ঘাটে ৯ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রস্তাব একাধিকবার পাঠানো হয়েছে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর