শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা

শুকিয়ে গেছে ধলাই নদী

শ্রীমঙ্গল প্রতিনিধি

শুকিয়ে গেছে ধলাই নদী

মৌলভীবাজারের কমলগঞ্জের এক সময়ের খরস্রোতা ধলাই নদী শুকিয়ে গেছে। নদীর বুকে জেগেছে অসংখ্য চর। নাব্য হারিয়ে নদীটি এখন মৃতপ্রায়। অথচ এ সময়ে নদীতে থই থই পানি থাকার কথা।

জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের চুলুবাড়ির হঠাৎবাজার থেকে মানিকবন্দর হয়ে এড়ারপার বাজার পর্যন্ত নতুন করে রাস্তা তৈরি করছে দেশটির সরকার। এ রাস্তা করতে এড়ারপার এলাকায় ধলাই নদীর ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। কিছুদিন ধরে নদীতে বাঁধ দিয়ে গার্ডার সেতু নির্মাণ করায় পানি প্রবাহ কমে গেছে। ফলে এপারে (বাংলাদেশে) কমলগঞ্জে ধলাই নদী শুকিয়ে যাচ্ছে। ধলাই নদী দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি আন্তঃসীমান্ত নদী। এর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকের পাহাড়ে। ত্রিপুরা রাজ্য থেকে প্রায় ৬৬ দশমিক ৭৭ কিলোমিটার পথ অতিক্রম করে কমলগঞ্জ উপজেলার মোকাবিল দিয়ে বাংলাদেশে ঢুকেছে। সীমান্তের ওপারে ধলাই নদীর দৈর্ঘ্য প্রায় ৬৪০ কিলোমিটার আর বাংলাদেশে ৫৭ কিলোমিটার। নদীটি কমলগঞ্জের রহিমপুর, ইসলামপুর, মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, পৌরসভা ও মুন্সীবাজার ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে গিয়ে মিলেছে। নদীতে পানি কমে যাওয়ায় ওইসব এলাকার কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, গত বছর ফেব্রুয়ারিতে ভারতের ত্রিপুরা রাজ্যে ধলাই নদীর ওপর নির্মিত একটি লোহার সেতু ভেঙে পড়ে। এতে কমলপুর-কৈলাশহর সড়কের যাত্রীরা দুর্ভোগে পড়েন। ভেঙে পড়া সেতুর স্থানে বর্তমানে একটি গার্ডার সেতু নির্মাণকাজ চলছে। এ সেতু নির্মাণ করতে ধলাই নদীর ভারতের অংশের এড়ারপার এলাকায় বাঁধ দেওয়া হয়। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ধলাই নদীর ওপর নির্ভর করে আমাদের এলাকার কৃষক দীর্ঘদিন চাষাবাদ করে আসছেন। নদীটি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকোশলী জাবেদ ইকবাল বলেন, ‘আমি কয়েকটি গ্রাম ঘুরে দেখিছে, ধলাই নদী শুকিয়ে একাধিক চর জেগেছে। ভারতে নদীতে বাঁধের বিষয়টি জানতে পেরে ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য ড. আবুল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর