দুমকীতে বিরোধীয় জমির গাছ থেকে আম পাড়া নিয়ে জসিম মৃধা ও তার স্ত্রী শেফালী বেগমকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত দম্পতিকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে জসিম মৃধা বাদী হয়ে দুমকী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিরোধীয় জমির গাছ থেকে আম পাড়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এ সময় প্রতিপক্ষের ৭-৮ জন জসিম ও তার স্ত্রীকে মারধর শুরু করে। অভিযোগ অস্বীকার করে সম্রাট মৃধা বলেন, কাউকে মারধর করা হয়নি। মিথ্যা অভিযোগ করে আমাদের হয়রানি করছে। দুমকী থানার ওসি আবুল বাসার বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।