হবিগঞ্জ শহরতলির ধুলিয়াখাল এলাকা থেকে এক পুলিশ সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ বোতল ফেনসিডিল। আটকরা হলেন- হবিগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ (২৮)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ইদুকোনা গ্রামে। অন্য চারজন হলো- বানিয়াচং উপজেলার মিজানুর রহমানের ছেলে মোখলেছুর রহমান অপু, আইয়ুব আলীর ছেলে সালমান শাহ, আবদুল লতিফের ছেলে সামছুল হক ও মিলন মিয়ার ছেলে নুরুল আলম। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, আটকরা ধুলিয়াখাল এলাকার এক বাড়িতে অবস্থান নিয়ে মাদক বিক্রি করছিল।