ছোট ফেনী নদীর জায়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ অংশটি একসময় চওড়া ছিল ১৭০-১৮০ ফুট। কালের আবর্তে সেখানে এখন নেই নদীটির স্মৃতিচিহ্নও। শত শত প্রভাবশালী গিলে খেয়েছে নদীটির প্রায় ২ কিলোমিটার অংশ। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে যে ভয়াবহ দুর্যোগ আসছে তার মধ্যে নদী হত্যা অন্যতম কারণ। বিভিন্ন নদীতে নাব্য কমে যাওয়ার পর তা ফিরিয়ে আনতে সরকার নিচ্ছে বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে ৮০০ কিলোমিটার নদীপথ খনন করেছে। বড় প্রকল্পগুলো হাতে নেওয়ায় অনেক নদীর নাব্যও ফিরে পাচ্ছে। আর সেখানে একের পর এক নদী দখল করা হচ্ছে। জানা যায়, নদীর মালিক পানি উন্নয়ন বোর্ড হলেও বিভিন্ন প্রশাসনের নীতিমালায় উপজেলা প্রশাসন নদী পাড়ের ভূমি দিতে পারে বন্দোবস্ত। সে সুযোগে বিভিন্ন সময় উপজেলা প্রশাসন থেকে নদীর পাড়ে হাঁস-মুরগির খামার ও কৃষিকাজ করার কথা বলে কেউ কেউ নিয়েছেন নদীটির বিভিন্ন অংশ বন্দোবস্ত। নদীর পাড় বন্দোবস্ত নিয়ে এক সময় তারা দখল শুরু করেন মূল নদী। গিলে খেয়ে ফেলেন পুরো নদী। আবার কেউ কোনো রকম বন্দোবস্ত ছাড়াই দখল করে আছেন নদীটি। নদীটিতে বর্তমানে রয়েছে রাস্তা, দোকানপাট, মানুষের ঘরবাড়ি। জানা যায়, বর্তমানে মোল্লাঘাটা থেকে সদর উপজেলার কাশিমপুর পর্যন্ত নদীর ওপর দিয়ে রয়েছে আটটি সড়ক। ২৬৫৩ দাগেই রয়েছে এলজিইডির চারটি সড়ক। নদীর ওপর বাড়ি নির্মাণকারীদের মধ্যে একজন জায়লস্কর হাই স্কুলের অফিস সহকারী রাজিয়া সুলতানা বলেন, আমার স্বামী জমিটি বন্দোবস্ত নেওয়ার পর থেকে (১৯৮৯ সাল থেকে) আমরা এখানে বাড়িঘর করে বসবাস করছি। ২০০১ সালে আমি এখানে পোলট্রি ফার্মও করেছি। বাড়িঘর শুধু আমরাই তৈরি করিনি, আমাদের মতো শত শত লোক এখানে বন্দোবস্ত নিয়ে বাড়ি ও দোকানপাট নির্মাণ করেছেন। তিনি বলেন, একটি মহল আমার কাছে টাকা চায়, চাঁদা দাবি করে, তারা আমার কাছে জমি চায়। আমি না দেওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, ছোট ফেনী নদীর এ অংশ দখল হয়ে গেছে। এটি দখলমুক্ত করে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখনই প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, নদীটি আমরা কাউকে ইজারা দিইনি। উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে কি না জানা নেই। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, আমরা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেব।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
প্রভাবশালীদের কবজায় ছোট ফেনী
জমির বেগ, ফেনী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর