ছোট ফেনী নদীর জায়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ অংশটি একসময় চওড়া ছিল ১৭০-১৮০ ফুট। কালের আবর্তে সেখানে এখন নেই নদীটির স্মৃতিচিহ্নও। শত শত প্রভাবশালী গিলে খেয়েছে নদীটির প্রায় ২ কিলোমিটার অংশ। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে যে ভয়াবহ দুর্যোগ আসছে তার মধ্যে নদী হত্যা অন্যতম কারণ। বিভিন্ন নদীতে নাব্য কমে যাওয়ার পর তা ফিরিয়ে আনতে সরকার নিচ্ছে বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে ৮০০ কিলোমিটার নদীপথ খনন করেছে। বড় প্রকল্পগুলো হাতে নেওয়ায় অনেক নদীর নাব্যও ফিরে পাচ্ছে। আর সেখানে একের পর এক নদী দখল করা হচ্ছে। জানা যায়, নদীর মালিক পানি উন্নয়ন বোর্ড হলেও বিভিন্ন প্রশাসনের নীতিমালায় উপজেলা প্রশাসন নদী পাড়ের ভূমি দিতে পারে বন্দোবস্ত। সে সুযোগে বিভিন্ন সময় উপজেলা প্রশাসন থেকে নদীর পাড়ে হাঁস-মুরগির খামার ও কৃষিকাজ করার কথা বলে কেউ কেউ নিয়েছেন নদীটির বিভিন্ন অংশ বন্দোবস্ত। নদীর পাড় বন্দোবস্ত নিয়ে এক সময় তারা দখল শুরু করেন মূল নদী। গিলে খেয়ে ফেলেন পুরো নদী। আবার কেউ কোনো রকম বন্দোবস্ত ছাড়াই দখল করে আছেন নদীটি। নদীটিতে বর্তমানে রয়েছে রাস্তা, দোকানপাট, মানুষের ঘরবাড়ি। জানা যায়, বর্তমানে মোল্লাঘাটা থেকে সদর উপজেলার কাশিমপুর পর্যন্ত নদীর ওপর দিয়ে রয়েছে আটটি সড়ক। ২৬৫৩ দাগেই রয়েছে এলজিইডির চারটি সড়ক। নদীর ওপর বাড়ি নির্মাণকারীদের মধ্যে একজন জায়লস্কর হাই স্কুলের অফিস সহকারী রাজিয়া সুলতানা বলেন, আমার স্বামী জমিটি বন্দোবস্ত নেওয়ার পর থেকে (১৯৮৯ সাল থেকে) আমরা এখানে বাড়িঘর করে বসবাস করছি। ২০০১ সালে আমি এখানে পোলট্রি ফার্মও করেছি। বাড়িঘর শুধু আমরাই তৈরি করিনি, আমাদের মতো শত শত লোক এখানে বন্দোবস্ত নিয়ে বাড়ি ও দোকানপাট নির্মাণ করেছেন। তিনি বলেন, একটি মহল আমার কাছে টাকা চায়, চাঁদা দাবি করে, তারা আমার কাছে জমি চায়। আমি না দেওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, ছোট ফেনী নদীর এ অংশ দখল হয়ে গেছে। এটি দখলমুক্ত করে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখনই প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, নদীটি আমরা কাউকে ইজারা দিইনি। উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে কি না জানা নেই। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, আমরা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেব।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে