বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার কমছে খরচ বাড়ছে উৎপাদন

নীলফামারী প্রতিনিধি

কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার কমছে খরচ বাড়ছে উৎপাদন

হারভেস্টার মেশিনে কাটা হচ্ছে ধান -বাংলাদেশ প্রতিদিন

কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারে খুশি নীলফামারীর ডিমলার কৃষকেরা। চারা রোপণ থেকে শুরু করে ফসল কাটায়ও ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র। ফলে কমছে চাষাবাদ খরচ, বাড়ছে ফসল উৎপাদন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে বদলে যাচ্ছে কৃষকের জীবনমান। উপজেলা আবহাওয়া অফিস পাড়া এলাকায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সময়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে গত বুধবার ফসল কাটা উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ওই এলাকার কৃষক বেলাল হোসেন বলেন, ধান কাটা ও মাড়াইয়ে অনেক টাকার সাশ্রয় হচ্ছে। যন্ত্রের মাধ্যমে ধান কাটতে সময় কম লাগে, খরচও হয় কম। শ্রমিক দিয়ে ধান কাটা মাড়াই করতে খরচ বেশি লাগত। এখন হারভেস্টার মেশিনে ধান কাটা-মাড়াই এক সঙ্গে হয়ে যাচ্ছে।

সংসদ সদস্য আফতাব উদ্দিন বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। এক সময় যে জমিতে ৬-৭ মণ ধান হতো। বর্তমানে সেই জমিতে ৩০ মণ ফলন হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশের আরেক রূপ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি বিপ্লব হচ্ছে। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, প্রণোদনার আওতায় সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে হারভেস্টার মেশিন বিতরণ করেছে। কৃষিকে সহজ, লাভজনক ও আধুনিক করতেই যান্ত্রিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বীজ বপন থেকে শুরু করে কাটা-মাড়াই সবকিছু হচ্ছে যন্ত্রের মাধ্যমে। বিঘাপ্রতি আড়াই থেকে ৩ হাজার টাকা করে সঞ্চয় হলেও কৃষি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হবে। তিনি বলেন, ১৩টি যন্ত্র ভর্তুকি ও বিভিন্ন সরকারি কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হয়েছে। যন্ত্রগুলো প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য করবে। নিরসন হবে শ্রমিক সংকট। বর্তমান সরকার ভর্তুকিতে যন্ত্রপাতি বিতরণ করছে কৃষকদের মধ্যে। আমাদের উত্তরাঞ্চলে ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। এ যন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমবে। কৃষক লাভবান হবে।

 

সর্বশেষ খবর