শিবগঞ্জে এককালের প্রমত্তা পাগলা নদীর বুকজুড়ে চাষাবাদ হচ্ছে সোনালি ধান। তবে নদীতীরবর্তী প্রায় ১ হাজার একর জমি দখলবাজদের কবলে রয়েছে। এদিকে কালের আবর্তে শিবগঞ্জের একসময়ের প্রবল খরস্রোতা পাগলা নদী এখন কেবলই কালের সাক্ষী। নদীর বুকজুড়ে এখন ধানসহ বিভিন্ন ফসলের সমারোহ দেখা যায়। জানা গেছে, পাগলা নদীর একটি উপশাখা ‘চকের নদী’ নামে পরিচিত। এ নদীটি ছিল শিবগঞ্জ উপজেলার মনাকষা, বিনোদপুর ও দুর্লভপুর ইউনিয়নজুড়ে। নদীতীরবর্তী এলাকার বৃদ্ধ কয়েক ব্যক্তির মতে, এ নদীটি প্রায় ২০০ বছর আগের। নদীটি ঘিরে বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপি, মনাকষা ইউনিয়নের মনাকষা হাট, আদিনা সরকারি কলেজ, হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়, মনাকষা শ্মশান, দাদনচক হাট, মনাকষা বিওপি, দাদনচক পিটিআই, নীলকুঠির কারখানা, দুর্লভপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম তর্তিপুর মহাশ্মশান, তর্তিপুর মেলা, তর্তিপুর ঘাটসহ ছোটবড় বিভিন্ন ধরনের শতাধিক স্থাপনা গড়ে উঠেছে। এ নদীর তীরঘেঁষে মনাকষা ইউনিয়নের খড়িয়াল ও পারচৌকা গ্রামের সামনে ব্রিটিশ সরকার বিরাট এলাকাজুড়ে নীলকুঠি তৈরি করে এলাকার হাজারো কৃষককে বিনা পারিশ্রমিকে নীল চাষে বাধ্য করেছিল। নীল চাষে কৃষক অনাগ্রহ দেখালে সহ্য করতে হতো কঠিন নির্যাতন। এলাকার বৃদ্ধ ব্যক্তিরা জানান, এ চকের নদী দিয়ে আগে বড় বড় নৌকা ছিল একমাত্র যানবাহন। ৫০০ মণী নৌকাযোগে দূরদূরান্ত থেকে ব্যবসা করতে আসতেন বিভিন্ন পণ্যের ব্যবসায়ী। এলাকাবাসী জানান, প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এ নদীটি চৌকা বিওপির অধীন সীমান্ত এলাকা হয়ে ভারত থেকে বয়ে এসে তর্তিপুর ঘাট পার হয়ে মহান্দা নদীতে মিশেছে। এ নদীর ওপর বর্তমানে পাঁচ-ছয়টি ব্রিজ রয়েছে। যে ব্রিজগুলোর তলাজুড়ে এখন দখলবাজরা খাল করে ফসল ফলাচ্ছে। জানা যায়, এ নদীর হাজার হাজার একর জমি মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধীরা নিজ নামে রেকর্ড করিয়ে নেয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, বর্তমানে খাস ও নদীর জমি দখলমুক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে বেশ কিছু খাসজমি উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সব খাসজমি ও নদীর জমি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে এনে জনস্বার্থে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
নদীর বুকজুড়ে সোনালি ধান
হাজার একর জমি অবৈধ দখলে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর