মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সড়ক ও রেলপথে প্রতিনিয়ত দুর্ঘটনায় মারা যাচ্ছে বন্যপ্রাণী। এই দুটি পথ যেন উদ্যানের বন্যপ্রাণীদের জন্য ‘মৃত্যুফাদ’। লাউয়াছড়ার ভিতরে রয়েছে শ্রীমঙ্গল-ভানুগাছ আট কিলোমিটার সড়ক এবং আখাউড়া-সিলেট রেল সেকশনের পাঁচ কিলোমিটার রেলপথ। প্রাণীরা রেল ও সড়কপথ পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। গত ১০ বছরে মারা গেছে ১ হাজারের বেশি প্রাণী। এর মধ্যে বিরল, বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতিও রয়েছে। প্রাণপ্রকৃতি গবেষকরা বলেন, সংশ্লিষ্টদের উদাসীনতা আর দায়িত্বহীনতার কারণেই দুর্ঘটনায় প্রাণী মারা যাচ্ছে। ২০১৬ লাউয়াছড়ার বন্যপ্রাণীর মৃত্যু রোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা হয়। ওই সভায় রাতে যান চলাচলের জন্য বনের পাশের অন্য একটি সড়কের উন্নয়ন করতে বলা হয়। এই কাজ বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয় বন বিভাগকে। স্থানীয় বন বিভাগ ওই বছরের অক্টোবরে বিকল্প সড়ক উন্নয়নের সম্ভাবতা যাচাই করে মৌলভীবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে সড়ক উন্নয়নের জন্য চিঠি দেন। যা আজো বাস্তবায়ন হয়নি। এ ছাড়া গত বছর স্থানীয় বন বিভাগের নেওয়া লাউয়াছড়ার ভিতর ২০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোন উদ্যোগও ভেস্তে যায়। চালকরা মানছেন না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে ২০ কি.মি. গতিতে গাড়ি চলানোর রোডসাইন। এ ছাড়া রেললাইনে কাটা পড়ে বন্যপ্রাণীর মৃত্য রোধে এবং প্রাণীদের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে গত জানুয়ারিতে রেলপথ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে লাউয়াছড়ার ভিতর ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলানোর ব্যবস্থা নিতে রেলের মহাপরিচালককে বলা হয়। তাও বাস্তবায়ন হয়নি। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ২০ কি.মি. গতিতে ট্রেন চালানোর নির্দেশনা আমরা পাইনি। প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ বলেন, লাউয়াছড়ার মতো বনে রেল ও সড়কপথ থাকা খুবই ঝুঁকিপূর্ণ। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হওয়া মানে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা। মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ উল্লাহ বলেন, আমরা গত বছর নূরজাহান চা বাগানের ভিতর দিয়ে পদ্মপুকুর হয়ে ভানুগাছ পর্যন্ত ১৬ কিলোমিটার বিকল্প সড়ক উন্নয়ন প্রস্তাব পাঠিয়েছি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, লাউয়াছড়া বনের ভিতর থেকে সড়ক ও রেলপথ যত দ্রুত সরানো যাবে প্রাণীদের জন্য ততই মঙ্গল।
শিরোনাম
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা