কোরবানির ঈদে আলোচনায় ছিল চাঁপাইনবাবগঞ্জের ৩৮ মণ ওজনের ‘রাজাবাবু’। মালিক তাকে বিক্রির জন্য ঢাকার গাবতলী হাটে নিয়ে গেলেও কাক্সিক্ষত দাম না পাওয়ায় বিক্রি না করেই ফিরিয়ে এনেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খামারি সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের সাদা-কালো রঙের বিশাল দেহের ষাঁড়টি জুলফিকার আলীর খামারে বড় হয়েছে। খামারের মালিক সখ করে নাম রেখেছিলেন রাজাবাবু। তাকে অতি যতেœ দেখভাল করছেন তিনি, খাইয়েছেন, কলা, মাল্টা, কমলাসহ প্রাকৃতিক খাবার। এবার কোরবানির ঈদে রাজাবাবুকে ঢাকার গাবতলী হাটে নিয়ে যাওয়া হয়েছিল বিক্রি করার জন্য এবং দাম হাঁকা হয়েছিল ১৭ লাখ টাকা। ক্রেতারা সর্বোচ্চ ৪ লাখ টাকা দাম বলায় তিনি বিক্রি না করে নিজের খামারে ফিরিয়ে আনেন। খামারি জুলফিকার আলী জানান, বিশাল দেহের রাজাবাবুকে ঢাকার গাবতলী পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। ক্রেতারা সর্বোচ্চ ৪ লাখ টাকা দাম বলেছিল। তাই রাজাবাবুকে আর বিক্রি করা হয়নি। তিনি আরও বলেন, কোরবানি ঈদের জন্য রাজাবাবুকে প্রস্তুত করা হয়েছিল। শান্ত স্বভাবের এ ষাঁড়টিকে ধান-চাল-গম-ভুসিসহ অন্যান্য খাদ্য খাওয়ানো হয়। এর পেছনে প্রতিদিন প্রায় ১২০০ টাকা খরচ হয় কিন্তু এবার ষাঁড়টির আশানুরূপ দাম পাওয়া যায়নি। তাই আবার বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। প্রসঙ্গত, গত বছর কোরবানি মৌসুমে ৩২ মণ ওজনের চাঁপাই সম্রাট নামে একটি ষাঁড়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন খামারি জুলফিকার আলী। তবে গত বছর ষাঁড়টি আশানুরূপ দামে বিক্রি করতে না পারলেও এবার রাজাবাবুকে বিক্রি করে কাক্সিক্ষত লাভের আশা করেছিলেন কিন্তু সেই আশা এবারও পূরণ হলো না তার।
শিরোনাম
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
বিক্রি হয়নি ৩৮ মণের রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর