ট্রেনে করে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এলে পৌর সড়ক বাজারের পথ ধরেই বের হতে হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপিকে। সড়ক বাজার মূলত যানজট প্রবণ এলাকা। সরু সড়ক, তার ওপর ফুটপাত বেদখল ও কয়েক শ গজের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থাকায় জনদুর্ভোগ চরমে। প্রতি মাসেই একাধিকবার এলাকায় আসেন আইনমন্ত্রী। ইতোমধ্যেই জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে আইনমন্ত্রী আনিসুল হকের। বিষয়টি নিয়ে তিনি কথা বলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলামের সঙ্গে। সোমবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ের সময়ও মন্ত্রী প্রসঙ্গটি তুলে ধরেন। আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ করে বলেন, মেয়র সাহেব, জনগণ রেলওয়ে স্টেশনে নামার পর খুব বিরক্ত হয়। কারণ একপাশে বাজার, আরেক পাশে সিএনজি স্ট্যান্ড। আমি ওসি সাহেবকে বলেছি, স্টেশনের পাশে মাইক্রোবাস যেখানে থাকে সেখানে সিএনজি স্ট্যান্ড নিয়ে যেতে। যেন সড়কটা ফাঁকা থাকে। এ সড়কটি সংস্কার করতে ইতোমধ্যেই টেন্ডার হয়ে গেছে। কসবা-আখাউড়া জনপ্রতিনিধি হিসেবে আমার অনুরোধ সেখানে বাজার বসাবেন না। আপনি এখানে প্রতিনিধি আমি জানি। আখাউড়া পৌর শহরের প্রধান এলাকাগুলোতে যেন নরক যন্ত্রণা বিদ্যমান। বাজারের প্রধান সড়কের ফুটপাত বেদখল হয়ে আছে। রেলওয়ের স্টেশনের সামনে, পৌর কার্যালয়ের সামনে, পোস্ট অফিসের সামনে ও হালে বিলুপ্ত মায়াবী সিনেমা হলের সামনে আরেকটি অটোরিকশা স্ট্যান্ড। একেকটি স্ট্যান্ড থেকে আরেকটির দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। ফুটপাত বেদখল ও যত্রতত্র স্ট্যান্ডের কারণে সড়ক বাজারের প্রধান সড়কটিতে নিয়মিতই যানজট লেগে থাকে। সম্প্রতি ড্রেন নির্মাণের কারণে এ সড়কের পৌর কার্যালয়ের সামনে চলাচল দায়। কয়েকমাস ধরেই ড্রেনগুলোর নির্মাণকাজ চলছে অপরিকল্পিতভাবে। এতে ক্রেতা-বিক্রেতারাও ভোগান্তিতে পড়েন। এদিকে এসব বিষয় নজরে আসার পর আইনমন্ত্রীর নির্দেশনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে শুরু করে। অনেকে নিজ থেকে অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিতে শুরু করেন। রাত সোয়া ৮টায়ও খবর নিয়ে দেখা যায়, ফুটপাতের দোকানিদের সরে যাওয়ার প্রক্রিয়া চলছে। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, স্টেশন থেকে বের হওয়ার পথটি যেন পরিষ্কার থাকে সে বিষয়ে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
আখাউড়ায় ফুটপাত মুক্তকরণ শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর