ট্রেনে করে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এলে পৌর সড়ক বাজারের পথ ধরেই বের হতে হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপিকে। সড়ক বাজার মূলত যানজট প্রবণ এলাকা। সরু সড়ক, তার ওপর ফুটপাত বেদখল ও কয়েক শ গজের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থাকায় জনদুর্ভোগ চরমে। প্রতি মাসেই একাধিকবার এলাকায় আসেন আইনমন্ত্রী। ইতোমধ্যেই জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে আইনমন্ত্রী আনিসুল হকের। বিষয়টি নিয়ে তিনি কথা বলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলামের সঙ্গে। সোমবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ের সময়ও মন্ত্রী প্রসঙ্গটি তুলে ধরেন। আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ করে বলেন, মেয়র সাহেব, জনগণ রেলওয়ে স্টেশনে নামার পর খুব বিরক্ত হয়। কারণ একপাশে বাজার, আরেক পাশে সিএনজি স্ট্যান্ড। আমি ওসি সাহেবকে বলেছি, স্টেশনের পাশে মাইক্রোবাস যেখানে থাকে সেখানে সিএনজি স্ট্যান্ড নিয়ে যেতে। যেন সড়কটা ফাঁকা থাকে। এ সড়কটি সংস্কার করতে ইতোমধ্যেই টেন্ডার হয়ে গেছে। কসবা-আখাউড়া জনপ্রতিনিধি হিসেবে আমার অনুরোধ সেখানে বাজার বসাবেন না। আপনি এখানে প্রতিনিধি আমি জানি। আখাউড়া পৌর শহরের প্রধান এলাকাগুলোতে যেন নরক যন্ত্রণা বিদ্যমান। বাজারের প্রধান সড়কের ফুটপাত বেদখল হয়ে আছে। রেলওয়ের স্টেশনের সামনে, পৌর কার্যালয়ের সামনে, পোস্ট অফিসের সামনে ও হালে বিলুপ্ত মায়াবী সিনেমা হলের সামনে আরেকটি অটোরিকশা স্ট্যান্ড। একেকটি স্ট্যান্ড থেকে আরেকটির দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। ফুটপাত বেদখল ও যত্রতত্র স্ট্যান্ডের কারণে সড়ক বাজারের প্রধান সড়কটিতে নিয়মিতই যানজট লেগে থাকে। সম্প্রতি ড্রেন নির্মাণের কারণে এ সড়কের পৌর কার্যালয়ের সামনে চলাচল দায়। কয়েকমাস ধরেই ড্রেনগুলোর নির্মাণকাজ চলছে অপরিকল্পিতভাবে। এতে ক্রেতা-বিক্রেতারাও ভোগান্তিতে পড়েন। এদিকে এসব বিষয় নজরে আসার পর আইনমন্ত্রীর নির্দেশনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে শুরু করে। অনেকে নিজ থেকে অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিতে শুরু করেন। রাত সোয়া ৮টায়ও খবর নিয়ে দেখা যায়, ফুটপাতের দোকানিদের সরে যাওয়ার প্রক্রিয়া চলছে। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, স্টেশন থেকে বের হওয়ার পথটি যেন পরিষ্কার থাকে সে বিষয়ে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল