ট্রেনে করে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এলে পৌর সড়ক বাজারের পথ ধরেই বের হতে হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপিকে। সড়ক বাজার মূলত যানজট প্রবণ এলাকা। সরু সড়ক, তার ওপর ফুটপাত বেদখল ও কয়েক শ গজের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থাকায় জনদুর্ভোগ চরমে। প্রতি মাসেই একাধিকবার এলাকায় আসেন আইনমন্ত্রী। ইতোমধ্যেই জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে আইনমন্ত্রী আনিসুল হকের। বিষয়টি নিয়ে তিনি কথা বলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলামের সঙ্গে। সোমবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ের সময়ও মন্ত্রী প্রসঙ্গটি তুলে ধরেন। আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ করে বলেন, মেয়র সাহেব, জনগণ রেলওয়ে স্টেশনে নামার পর খুব বিরক্ত হয়। কারণ একপাশে বাজার, আরেক পাশে সিএনজি স্ট্যান্ড। আমি ওসি সাহেবকে বলেছি, স্টেশনের পাশে মাইক্রোবাস যেখানে থাকে সেখানে সিএনজি স্ট্যান্ড নিয়ে যেতে। যেন সড়কটা ফাঁকা থাকে। এ সড়কটি সংস্কার করতে ইতোমধ্যেই টেন্ডার হয়ে গেছে। কসবা-আখাউড়া জনপ্রতিনিধি হিসেবে আমার অনুরোধ সেখানে বাজার বসাবেন না। আপনি এখানে প্রতিনিধি আমি জানি। আখাউড়া পৌর শহরের প্রধান এলাকাগুলোতে যেন নরক যন্ত্রণা বিদ্যমান। বাজারের প্রধান সড়কের ফুটপাত বেদখল হয়ে আছে। রেলওয়ের স্টেশনের সামনে, পৌর কার্যালয়ের সামনে, পোস্ট অফিসের সামনে ও হালে বিলুপ্ত মায়াবী সিনেমা হলের সামনে আরেকটি অটোরিকশা স্ট্যান্ড। একেকটি স্ট্যান্ড থেকে আরেকটির দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। ফুটপাত বেদখল ও যত্রতত্র স্ট্যান্ডের কারণে সড়ক বাজারের প্রধান সড়কটিতে নিয়মিতই যানজট লেগে থাকে। সম্প্রতি ড্রেন নির্মাণের কারণে এ সড়কের পৌর কার্যালয়ের সামনে চলাচল দায়। কয়েকমাস ধরেই ড্রেনগুলোর নির্মাণকাজ চলছে অপরিকল্পিতভাবে। এতে ক্রেতা-বিক্রেতারাও ভোগান্তিতে পড়েন। এদিকে এসব বিষয় নজরে আসার পর আইনমন্ত্রীর নির্দেশনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে শুরু করে। অনেকে নিজ থেকে অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিতে শুরু করেন। রাত সোয়া ৮টায়ও খবর নিয়ে দেখা যায়, ফুটপাতের দোকানিদের সরে যাওয়ার প্রক্রিয়া চলছে। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, স্টেশন থেকে বের হওয়ার পথটি যেন পরিষ্কার থাকে সে বিষয়ে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা