ট্রেনে করে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এলে পৌর সড়ক বাজারের পথ ধরেই বের হতে হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপিকে। সড়ক বাজার মূলত যানজট প্রবণ এলাকা। সরু সড়ক, তার ওপর ফুটপাত বেদখল ও কয়েক শ গজের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থাকায় জনদুর্ভোগ চরমে। প্রতি মাসেই একাধিকবার এলাকায় আসেন আইনমন্ত্রী। ইতোমধ্যেই জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে আইনমন্ত্রী আনিসুল হকের। বিষয়টি নিয়ে তিনি কথা বলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলামের সঙ্গে। সোমবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ের সময়ও মন্ত্রী প্রসঙ্গটি তুলে ধরেন। আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ করে বলেন, মেয়র সাহেব, জনগণ রেলওয়ে স্টেশনে নামার পর খুব বিরক্ত হয়। কারণ একপাশে বাজার, আরেক পাশে সিএনজি স্ট্যান্ড। আমি ওসি সাহেবকে বলেছি, স্টেশনের পাশে মাইক্রোবাস যেখানে থাকে সেখানে সিএনজি স্ট্যান্ড নিয়ে যেতে। যেন সড়কটা ফাঁকা থাকে। এ সড়কটি সংস্কার করতে ইতোমধ্যেই টেন্ডার হয়ে গেছে। কসবা-আখাউড়া জনপ্রতিনিধি হিসেবে আমার অনুরোধ সেখানে বাজার বসাবেন না। আপনি এখানে প্রতিনিধি আমি জানি। আখাউড়া পৌর শহরের প্রধান এলাকাগুলোতে যেন নরক যন্ত্রণা বিদ্যমান। বাজারের প্রধান সড়কের ফুটপাত বেদখল হয়ে আছে। রেলওয়ের স্টেশনের সামনে, পৌর কার্যালয়ের সামনে, পোস্ট অফিসের সামনে ও হালে বিলুপ্ত মায়াবী সিনেমা হলের সামনে আরেকটি অটোরিকশা স্ট্যান্ড। একেকটি স্ট্যান্ড থেকে আরেকটির দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। ফুটপাত বেদখল ও যত্রতত্র স্ট্যান্ডের কারণে সড়ক বাজারের প্রধান সড়কটিতে নিয়মিতই যানজট লেগে থাকে। সম্প্রতি ড্রেন নির্মাণের কারণে এ সড়কের পৌর কার্যালয়ের সামনে চলাচল দায়। কয়েকমাস ধরেই ড্রেনগুলোর নির্মাণকাজ চলছে অপরিকল্পিতভাবে। এতে ক্রেতা-বিক্রেতারাও ভোগান্তিতে পড়েন। এদিকে এসব বিষয় নজরে আসার পর আইনমন্ত্রীর নির্দেশনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে শুরু করে। অনেকে নিজ থেকে অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিতে শুরু করেন। রাত সোয়া ৮টায়ও খবর নিয়ে দেখা যায়, ফুটপাতের দোকানিদের সরে যাওয়ার প্রক্রিয়া চলছে। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, স্টেশন থেকে বের হওয়ার পথটি যেন পরিষ্কার থাকে সে বিষয়ে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ