দিনাজপুর থেকে পীরগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের জনবহুল ওই ব্যস্ততম সড়কে ভেড়ার পালে অতিষ্ঠ যানবাহন চলাচলকারীরা। দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও যাওয়া আসার সেতাবগঞ্জ পৌর শহরের ব্যস্ততম এ সড়কে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ সড়কে ছোট দুর্ঘটনার বেশির ভাগই ওই ভেড়ার পালের অবাধ বিচরণে হয় বলে ভুক্তভোগীরা জানান। সেতাবগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেতাবগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী অবাধে বিচরণ করছে এ ভেড়ার পাল। ব্যস্ততম সড়কে দ্রুতগতিতে চলাচল করা যানবাহনের সামনে আচমকা চলে আসছে ভেড়ার পাল। তাই এ ভেড়ার পালের কারণে প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোচাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ জানান, ওই ভেড়ার পালের অবাধ বিচরণে এক মাসে প্রায় ২০টি দুর্ঘটনার মধ্যে ১৫টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও ভেড়ার পালের মালিকের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই সড়কে ২০ থেকে ২৫টি ভেড়া সকাল সন্ধ্যা অবাধে বিচরণ করার ফলে মোটরসাইকেল চালকরা ভেড়ার কারণে হাইড্রোলিক ব্রেক করতেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বোচাগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত একজন কর্মচারী কর্মস্থলে আসার সময় হঠাৎ করেই তার মোটরসাইকেলের সামনে ভেড়া চলে আসায় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ভুক্তভোগী অনেকেই সড়কে ভেড়ার পাল অবাধে বিচরণ করার কারণে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। তিনি আরও জানান, বনমালী পাড়ার স্থানীয় জনৈক মো. রুবেল এ ভেড়ার মালিক। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত অনেকেই রুবেলের সঙ্গে তার ভেড়ার বিষয়ে কথা বলেছেন কিন্তু তিনি তার ভেড়ার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভুক্তভোগীরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল