দিনাজপুর থেকে পীরগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের জনবহুল ওই ব্যস্ততম সড়কে ভেড়ার পালে অতিষ্ঠ যানবাহন চলাচলকারীরা। দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও যাওয়া আসার সেতাবগঞ্জ পৌর শহরের ব্যস্ততম এ সড়কে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ সড়কে ছোট দুর্ঘটনার বেশির ভাগই ওই ভেড়ার পালের অবাধ বিচরণে হয় বলে ভুক্তভোগীরা জানান। সেতাবগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেতাবগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী অবাধে বিচরণ করছে এ ভেড়ার পাল। ব্যস্ততম সড়কে দ্রুতগতিতে চলাচল করা যানবাহনের সামনে আচমকা চলে আসছে ভেড়ার পাল। তাই এ ভেড়ার পালের কারণে প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোচাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ জানান, ওই ভেড়ার পালের অবাধ বিচরণে এক মাসে প্রায় ২০টি দুর্ঘটনার মধ্যে ১৫টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও ভেড়ার পালের মালিকের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই সড়কে ২০ থেকে ২৫টি ভেড়া সকাল সন্ধ্যা অবাধে বিচরণ করার ফলে মোটরসাইকেল চালকরা ভেড়ার কারণে হাইড্রোলিক ব্রেক করতেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বোচাগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত একজন কর্মচারী কর্মস্থলে আসার সময় হঠাৎ করেই তার মোটরসাইকেলের সামনে ভেড়া চলে আসায় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ভুক্তভোগী অনেকেই সড়কে ভেড়ার পাল অবাধে বিচরণ করার কারণে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। তিনি আরও জানান, বনমালী পাড়ার স্থানীয় জনৈক মো. রুবেল এ ভেড়ার মালিক। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত অনেকেই রুবেলের সঙ্গে তার ভেড়ার বিষয়ে কথা বলেছেন কিন্তু তিনি তার ভেড়ার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভুক্তভোগীরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
শিরোনাম
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
ব্যস্ত সড়কে ভেড়ার পাল
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর