দিনাজপুর থেকে পীরগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের জনবহুল ওই ব্যস্ততম সড়কে ভেড়ার পালে অতিষ্ঠ যানবাহন চলাচলকারীরা। দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও যাওয়া আসার সেতাবগঞ্জ পৌর শহরের ব্যস্ততম এ সড়কে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ সড়কে ছোট দুর্ঘটনার বেশির ভাগই ওই ভেড়ার পালের অবাধ বিচরণে হয় বলে ভুক্তভোগীরা জানান। সেতাবগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেতাবগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী অবাধে বিচরণ করছে এ ভেড়ার পাল। ব্যস্ততম সড়কে দ্রুতগতিতে চলাচল করা যানবাহনের সামনে আচমকা চলে আসছে ভেড়ার পাল। তাই এ ভেড়ার পালের কারণে প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোচাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ জানান, ওই ভেড়ার পালের অবাধ বিচরণে এক মাসে প্রায় ২০টি দুর্ঘটনার মধ্যে ১৫টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও ভেড়ার পালের মালিকের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই সড়কে ২০ থেকে ২৫টি ভেড়া সকাল সন্ধ্যা অবাধে বিচরণ করার ফলে মোটরসাইকেল চালকরা ভেড়ার কারণে হাইড্রোলিক ব্রেক করতেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বোচাগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত একজন কর্মচারী কর্মস্থলে আসার সময় হঠাৎ করেই তার মোটরসাইকেলের সামনে ভেড়া চলে আসায় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ভুক্তভোগী অনেকেই সড়কে ভেড়ার পাল অবাধে বিচরণ করার কারণে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। তিনি আরও জানান, বনমালী পাড়ার স্থানীয় জনৈক মো. রুবেল এ ভেড়ার মালিক। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত অনেকেই রুবেলের সঙ্গে তার ভেড়ার বিষয়ে কথা বলেছেন কিন্তু তিনি তার ভেড়ার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভুক্তভোগীরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা