দিনাজপুর থেকে পীরগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের জনবহুল ওই ব্যস্ততম সড়কে ভেড়ার পালে অতিষ্ঠ যানবাহন চলাচলকারীরা। দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও যাওয়া আসার সেতাবগঞ্জ পৌর শহরের ব্যস্ততম এ সড়কে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ সড়কে ছোট দুর্ঘটনার বেশির ভাগই ওই ভেড়ার পালের অবাধ বিচরণে হয় বলে ভুক্তভোগীরা জানান। সেতাবগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেতাবগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী অবাধে বিচরণ করছে এ ভেড়ার পাল। ব্যস্ততম সড়কে দ্রুতগতিতে চলাচল করা যানবাহনের সামনে আচমকা চলে আসছে ভেড়ার পাল। তাই এ ভেড়ার পালের কারণে প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোচাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ জানান, ওই ভেড়ার পালের অবাধ বিচরণে এক মাসে প্রায় ২০টি দুর্ঘটনার মধ্যে ১৫টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও ভেড়ার পালের মালিকের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই সড়কে ২০ থেকে ২৫টি ভেড়া সকাল সন্ধ্যা অবাধে বিচরণ করার ফলে মোটরসাইকেল চালকরা ভেড়ার কারণে হাইড্রোলিক ব্রেক করতেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বোচাগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত একজন কর্মচারী কর্মস্থলে আসার সময় হঠাৎ করেই তার মোটরসাইকেলের সামনে ভেড়া চলে আসায় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ভুক্তভোগী অনেকেই সড়কে ভেড়ার পাল অবাধে বিচরণ করার কারণে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। তিনি আরও জানান, বনমালী পাড়ার স্থানীয় জনৈক মো. রুবেল এ ভেড়ার মালিক। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত অনেকেই রুবেলের সঙ্গে তার ভেড়ার বিষয়ে কথা বলেছেন কিন্তু তিনি তার ভেড়ার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভুক্তভোগীরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা