সঠিক দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন অযত্নে পড়ে আছে হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তন। ধ্বংস হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি। ইতোমধ্যে মিলনায়তনের লাইটিং, এসি, সাউন্ড সিস্টেমসহ নষ্ট হয়ে গেছে মূল্যবান সব যন্ত্রাংশ ও আসবাবপত্র। শুধু তাই নয়, মিলনায়তনটি অরক্ষিত থাকায় পরিণত হয়েছে বখাটেদের আড্ডাখানায়। রাতে বসে গাঁজার আসর। জানা যায়, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের এমপি শাহ এএমএস কিবরিয়ার উদ্যোগে মিলনায়তনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালের ২৮ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং ২৪ মার্চ ২০০১ সালে শাহ এএসএম কিবরিয়া এর উদ্বোধন করেন। ব্যয় হয় ৫ কোটি টাকা। মিলনায়তনটি উদ্বোধনের পর নানা সভা-সেমিনার ও সাংস্কৃতিক বিনোদনের অনন্য সুযোগ সৃষ্টি হয়। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে আর বেশি দূর এগোয়নি। সরেজমিনে দেখা যায়, কিবরিয়া পৌর মিলনায়তনের এসি, সাউন্ড ইনস্টলমেন্ট, লাইটিং, মঞ্চ, চেয়ার-টেবিল ও ডেকোরেশনের বেহাল অবস্থা। দেয়াল থেকে ধসে পড়ছে পলেস্তারা। এমনকি এসিও ভেঙে ঝুলে রয়েছে। চেয়ারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মঞ্চের কাঠের পাটাতন ভেঙে নিচে পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ বলছে, মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নাট্যকর্মী মুরাদ চৌধুরী জানান, সরকার যে উদ্দেশ্য নিয়ে কিবরিয়া পৌর মিলনায়তনটি গড়ে তুলেছিল তা পূরণ হয়নি। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, একসময় হবিগঞ্জের সাংস্কৃতিক সব কর্মকান্ডসহ সভা-সমাবেশ এ মিলনায়তনে হতো। চেষ্টা করছি স্থানীয় সরকারের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে সংস্কার করার। আশা করি দ্রুত এ মিলনায়তন আলোর মুখ দেখবে।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
অযত্নে পড়ে আছে কিবরিয়া পৌর মিলনায়তন
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর