সঠিক দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন অযত্নে পড়ে আছে হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তন। ধ্বংস হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি। ইতোমধ্যে মিলনায়তনের লাইটিং, এসি, সাউন্ড সিস্টেমসহ নষ্ট হয়ে গেছে মূল্যবান সব যন্ত্রাংশ ও আসবাবপত্র। শুধু তাই নয়, মিলনায়তনটি অরক্ষিত থাকায় পরিণত হয়েছে বখাটেদের আড্ডাখানায়। রাতে বসে গাঁজার আসর। জানা যায়, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের এমপি শাহ এএমএস কিবরিয়ার উদ্যোগে মিলনায়তনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালের ২৮ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং ২৪ মার্চ ২০০১ সালে শাহ এএসএম কিবরিয়া এর উদ্বোধন করেন। ব্যয় হয় ৫ কোটি টাকা। মিলনায়তনটি উদ্বোধনের পর নানা সভা-সেমিনার ও সাংস্কৃতিক বিনোদনের অনন্য সুযোগ সৃষ্টি হয়। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে আর বেশি দূর এগোয়নি। সরেজমিনে দেখা যায়, কিবরিয়া পৌর মিলনায়তনের এসি, সাউন্ড ইনস্টলমেন্ট, লাইটিং, মঞ্চ, চেয়ার-টেবিল ও ডেকোরেশনের বেহাল অবস্থা। দেয়াল থেকে ধসে পড়ছে পলেস্তারা। এমনকি এসিও ভেঙে ঝুলে রয়েছে। চেয়ারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মঞ্চের কাঠের পাটাতন ভেঙে নিচে পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ বলছে, মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নাট্যকর্মী মুরাদ চৌধুরী জানান, সরকার যে উদ্দেশ্য নিয়ে কিবরিয়া পৌর মিলনায়তনটি গড়ে তুলেছিল তা পূরণ হয়নি। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, একসময় হবিগঞ্জের সাংস্কৃতিক সব কর্মকান্ডসহ সভা-সমাবেশ এ মিলনায়তনে হতো। চেষ্টা করছি স্থানীয় সরকারের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে সংস্কার করার। আশা করি দ্রুত এ মিলনায়তন আলোর মুখ দেখবে।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
অযত্নে পড়ে আছে কিবরিয়া পৌর মিলনায়তন
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর