সঠিক দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন অযত্নে পড়ে আছে হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তন। ধ্বংস হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি। ইতোমধ্যে মিলনায়তনের লাইটিং, এসি, সাউন্ড সিস্টেমসহ নষ্ট হয়ে গেছে মূল্যবান সব যন্ত্রাংশ ও আসবাবপত্র। শুধু তাই নয়, মিলনায়তনটি অরক্ষিত থাকায় পরিণত হয়েছে বখাটেদের আড্ডাখানায়। রাতে বসে গাঁজার আসর। জানা যায়, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের এমপি শাহ এএমএস কিবরিয়ার উদ্যোগে মিলনায়তনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালের ২৮ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং ২৪ মার্চ ২০০১ সালে শাহ এএসএম কিবরিয়া এর উদ্বোধন করেন। ব্যয় হয় ৫ কোটি টাকা। মিলনায়তনটি উদ্বোধনের পর নানা সভা-সেমিনার ও সাংস্কৃতিক বিনোদনের অনন্য সুযোগ সৃষ্টি হয়। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে আর বেশি দূর এগোয়নি। সরেজমিনে দেখা যায়, কিবরিয়া পৌর মিলনায়তনের এসি, সাউন্ড ইনস্টলমেন্ট, লাইটিং, মঞ্চ, চেয়ার-টেবিল ও ডেকোরেশনের বেহাল অবস্থা। দেয়াল থেকে ধসে পড়ছে পলেস্তারা। এমনকি এসিও ভেঙে ঝুলে রয়েছে। চেয়ারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মঞ্চের কাঠের পাটাতন ভেঙে নিচে পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ বলছে, মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নাট্যকর্মী মুরাদ চৌধুরী জানান, সরকার যে উদ্দেশ্য নিয়ে কিবরিয়া পৌর মিলনায়তনটি গড়ে তুলেছিল তা পূরণ হয়নি। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, একসময় হবিগঞ্জের সাংস্কৃতিক সব কর্মকান্ডসহ সভা-সমাবেশ এ মিলনায়তনে হতো। চেষ্টা করছি স্থানীয় সরকারের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে সংস্কার করার। আশা করি দ্রুত এ মিলনায়তন আলোর মুখ দেখবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল