দিনাজপুরের পার্বতীপুরে লতিফুর খবির মমিন নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে মমিনুর ইসলাম কুড়ি ও রাজু ইসলাম নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে পার্বতীপুর পৌর শহরের মুসাহরপট্টি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত লতিফুর খবির মমিন (১৯) পার্বতীপুর পৌর এলাকার সরকারপাড়া গ্রামের গোয়ালপট্টি মহল্লার লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পার্বতীপুর-দিনাজপুর সড়কে লতিফুর খবির মমিন দাঁড়িয়ে ছিলেন। তখন চালক মমিনুর ইসলাম নিজের চলন্ত ভ্যান দিয়ে সজোরে মমিনকে আঘাত করে। এ সময় দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায় মমিনকে ছুরিকাঘাত করে মমিনুর।