ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের যাত্রা শুরু করেছে ২০২২ সালের শেষ দিকে। ভবন আধুনিক হলেও চিকিৎসক ও জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা এখনো আধুনিক হয়নি বলে অনেকের অভিযোগ। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালটেন্ট) কার্ডিওলজি, চক্ষু, চর্ম যৌন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন পদ শূন্য। নাক-কান-গলা বিশেষজ্ঞ ফরিদপুর সদর হাসপাতালে প্রেষণে রয়েছেন। শিশু বিশেষজ্ঞ ছুটিতে রয়েছেন। পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীর পদে রয়েছেন দুজন। নিরাপত্তা প্রহরীর দুই পদের দুই পদই শূন্য। তিনজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদের তিন পদই শূন্য। একজন মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও) পদের একজনই শূন্য। ওয়ার্ড বয় পদে তিনটি পদের তিনটি পদই শূন্য। ৫০ শয্যাবিশিষ্ট ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিত্র এটি। শুধু তাই নয়, প্রায় ১০ বছর ধরে এক্সরে বন্ধ। অচল হয়ে পড়ে আছে ২০১৮ সালে দেওয়া নতুন এক্সরে মেশিন। যদিও বর্তমানে মেশিনটি সচল করার কাজ চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। তিনি জানান, এক্সরে মেশিন সেটআপ করেছি। আগামী আগস্ট মাসে ঢাকা থেকে প্রকৌশলী এসে এক্সরে মেশিন পুরো সচল করার কথা রয়েছে। আল্ট্রাসনোগ্রাম করার যন্ত্র বছরের পর বছর পরে থাকায় বর্তমানে পুরো নষ্ট হয়ে আছে। গত ১ মার্চ থেকে ই সি জি মেশিন চালু হয়েছে। টেকনিশিয়ান না থাকায় সাত বছরের অধিক সময় প্যাথলজি ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল। এখনো জনবল সংকট রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বাইরে থেকে লোক এনে স্বল্প পরিসরে রক্ত পরীক্ষা করা হচ্ছে- জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। এ অবস্থায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত ভাঙ্গা উপজেলার প্রায় ৩ লাখ মানুষের প্রধান এ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেকেরই হতাশ হতে হচ্ছে। জনবল সংকটে পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। বাইরে থেকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে গিয়ে গরিব রোগীদের বিপাকে পড়তে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেন্টাল সার্জনের একটি পদের একটিই শূন্য। মেডিকেল অফিসার প্যাথলজিস্টের একটি পদের একটিই শূন্য, অ্যানেসথেটিস্ট (নব সৃষ্টকৃত পদ) একটি পদের একটিই শূন্য, মেডিকেল অফিসার পদের একটি পদের একটিই শূন্য, মেডিকেল অফিসার পদে তিনজনের পদের একজন রয়েছে। টিকিট ক্লার্ক নেই। দুজন পিয়ন দিয়ে বর্তমানে টিকিট কাটানো হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট পদে সার্জারি, মেডিসিন, গাইনী, অ্যানেসঃ, শিশু, অর্থো-সার্জারি পদে চিকিৎসক রয়েছে। নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের সবগুলো পদেই বর্তমানে জনবল রয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর