বগুড়ায় কৃত্রিম সংকট সৃষ্টি করে ৮০ টাকার স্যালাইন বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়। রোগীদের জিম্মি করে ব্যবসা করছে ওষুধ কোম্পানিগুলো। তাদের মুনাফা বাণিজ্যে অসহায় হয়ে পড়েছেন মানুষ। বিশেষ করে ফ্লুইড স্যালাইন সংকটে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। রোগী ও স্বজনরা পড়ছেন বিপাকে। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না স্যালাইন। শুধু সরকারি হাসপাতাল নয়, বাইরের ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না চিকিৎসাসেবায় অত্যাবশ্যক এ পণ্য। কিছু ওষুধের দোকানে পাওয়া গেলেও ৮০-৯০ টাকার স্যালাইন কিনতে হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। জানা যায়, বগুড়ার শেরপুরে অপসোস্যালাইন, লিবরাইনফিউশন, অরিওন ইনফিউশন, দি একমি ল্যাবরেটরিজ ও পপুলার কোম্পানি ডিএনএস ও নরমাল স্যালাইন সরবরাহ করে থাকে। শেরপুর উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজার রহমান নিলু জানান, শেরপুরে ১৬টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব ক্লিনিকে নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, গলব্লাডারের পাথর অপারেশন, এপেন্ডিসাইটিসসহ বিভিন্ন অপারেশন করা হয়। অপারেশনের জন্য ফ্লুইড সালাইন অত্যাবশ্যক। প্রায় তিন মাস ধরে চাহিদার তুলনায় স্যালাইন কম সরবরাহ করছে কোম্পানিগুলো। ফলে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। শেরপুর হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী আবু সামা জানান, প্রতিদিন আমাদের যে ফ্লুইডের চাহিদা থাকে সে তুলনায় কোম্পানিগুলো খুব কম সরবরাহ করছে। রোগীর স্বজনরা ফ্লুইড না পেয়ে দোকানে দোকানে ছোটাছুটি করছে। শেরপুর লাইফ লাইন ক্লিনিকের পরিচালক আবদুল হান্নান জানান, প্রতি মাসে আমাদের ক্লিনিকে ৪০০ থেকে ৫০০ লিটার ডিএ, ডিএনএস, হার্টসল ও সিএস স্যালাইন প্রয়োজন হয়। দুই মাস ধরে কোম্পানিগুলো ৫০ থেকে ৬০ লিটার স্যালাইন সরবরাহ করছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ কারণে আমরা জরুরি অপারেশন ও মূমুর্ষূ রোগীর চিকিৎসা করতে পারছি না। তাজুল ইসলাম নামে এক স্বজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত তার আত্মীয়কে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ করা হচ্ছে না। বাইরের দোকানে ঘুরেও স্যালাইন পাচ্ছি না। শেরপুর উপজেলার দায়িত্বে থাকা অপসোস্যালাইনের ম্যানেজার মন্টু দাস জানান, হঠাৎ ফ্লুইড স্যালাইনের চাহিদা বেড়েছে। চাহিদা মতো স্যালাইন সরবরাহ করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান জানান, কেন্দ্রীয়ভাবে স্যালাইন সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী দিতে পারছি না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ