বাগেরহাট মোরেলগঞ্জে বৈদ্যুতিক ফাঁদে রফিকুল তালুকদার (৪৫) নামে এক কৃষক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সকালে খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।