শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপির ৫০ নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৫০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় ফুল দিয়ে তাদের বরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওদুদ। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ঝিলিম ইউপি চেয়ারম্যান লুৎফল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসরিন আকতার, আবদুল হামিদ, আবদুল মান্নান, জাকারুল ইসলাম, রবিউল আলম প্রমুখ।

যোগদানকারীরা বলেন, একদিকে সরকারের উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচির বিরোধিতা করেই তারা আওয়ামী লীগে যোগদান করেছেন। এ ছাড়া বিএনপিতে দীর্ঘদিন ধরে কোনো শৃঙ্খলা নেই। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীর মূল্যায়নও করা হয় না।

সর্বশেষ খবর