সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাস পুণ্যস্নানে যেতে পাঁচ নৌরুট নির্ধারণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে বঙ্গোপসাগর পাড়ে দুবলার চরের আলোরকেলে ২৫-২৭ নভেম্বর হবে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা ও পুণ্যস্নান। এবার রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে যেতে পারবেন শুধু সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। সাগর পাড়ে পুণ্যস্নানে যাওয়া-আসা নির্বিঘ্ন করতে পাঁচটি নৌরুট নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন, পূর্ব সুন্দরবন বিভাগ এবং রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান আয়োজন কমিটির সবায় সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নৌযানে সর্বোচ্চ ৫০ জন পুণ্যার্থী যেতে পারবেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, রাস পূর্ণিমা ও পুণ্যস্নানে আসা-যাওয়াসহ আলোরকোলে অবস্থানকালে পুণ্যার্থীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবে না।

সর্বশেষ খবর