বগুড়া পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙাচোরা, ক্ষতবিক্ষত। এর গর্ত আর খানাখন্দে পড়ে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন। প্রায়ই দুর্ঘটনা ঘটে। যানবাহন বিকল হয়ে যাচ্ছে। এখানে বর্ষাকালে কাদাপানি, আর শুষ্ক মৌসুমে ঝাঁকুনি। সড়কের ওপর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। থাকে ইচ্ছেমতো গাড়ি পার্কিং। সড়কের পাশের ড্রেনও নষ্ট হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে পৌরবাসীকে। জানা যায়, বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। পরে এর আয়তন বাড়তে বাড়তে এখন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় জনসংখ্যা রয়েছে প্রায় ১০ লাখ। কুমিল্লা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের চেয়ে আয়তনে এবং জনসংখ্যায় বড় বগুড়া পৌরসভা। ‘ক’ শ্রেণির এ পৌরসভা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অন্যান্য পৌরসভার মতোই বরাদ্দ পেয়ে থাকে। পৌরসভায় কার্পেটিং রাস্তা আছে ৩১০ কিলোমিটার। কাঁচা, সিসি, আরসিসি, সোলিংসহ অন্যান্য রাস্তা রয়েছে আরও প্রায় ১ হাজার ৩০ কিলোমিটার। যার বড় অংশ ভাঙা। এছাড়া কাঁঠালতলায় সড়কের ওপর বাজার বসায় এবং ময়লা-আবর্জনার স্তূপ করে রাখায় পথচারীদের বছরজুড়ে ভোগান্তি পোহাতে হয়। শহরের বাসিন্দা আবদুস সালাম জানান, সড়ক ভাঙা। প্রচুর ধুলাবালি ওড়ে। রাতে আলো কম থাকায় গর্তে পড়ে অনেকেই আহত হন। আবদুল আজিজসহ কয়েকজন জানান, বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকে দীর্ঘ সময়। ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর। ড্রেনের পানি উপচে সড়কে গিয়ে পড়ে। সড়কের উভয়পাশ ব্যবসায়ীরা দখল করে নেওয়ায় পথচারীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, শহরে প্রায় ২৬৬ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। কোনো কোনো সড়ক নির্মাণের পর সংস্কার হয়নি। অনেকস্থানে বা সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হয়নি। এর বেশির ভাগ সড়ক মেরামত করা প্রয়োজন। তবে এ জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় না। স্বল্প বরাদ্দ দিয়ে এত দীর্ঘ সড়ক সংস্কার করা যাচ্ছে না। তারপরও পৌরসভা থেকে যতটা সম্ভব সড়ক সংস্কার করা হয়ে থাকে।
শিরোনাম
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
বেহাল পৌর এলাকার সড়ক
♦ খানাখন্দে বিকল যানবাহন ♦ ঘটছে দুর্ঘটনা
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর