মানিকগঞ্জ জেলা শহর ও আশপাশে গড়ে উঠছে একের পর এক বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। বেশির ভাগ ভবন পৌরসভার নিয়ম না মেনে তৈরির অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন শহরে আসেন নানা কাজে। অফিস-আদালত, মার্কেট, আবাসিক ভবন, ক্লিনিক কোথাও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে মানুষ প্রাইভেট কার, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, বাইসাইকেলসহ সব ধরনের যান রাস্তার ওপর যেখানে-সেখানে দাঁড় করিয়ে রেখে প্রয়োজনীয় কাজকর্ম সারেন। ফলে রাস্তায় চলাচল অসাধ্য হয়ে পড়ে। এমনকি হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যায়। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সরেজমিন দেখা যায়, মানিকগঞ্জ শহরের প্রবেশমুখ শহীদ স্বরণী সড়কে সদর হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক। কিন্তু কোনো ভবনে পার্কিং ব্যবস্থা নেই। কেউ কেউ পার্কিংয়ের ব্যবস্থা রেখে পৌরসভা থেকে ভবনের অনুমোদন নিলেও পরে ওই জায়গায় বানানো হয়েছে দোকান। ফুটপাত দখলে রেখেছেন নানা ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে হাঁটার অবস্থা নেই বললেই চলে। একজন হোটেল ব্যবসায়ী জানান, আমরা সবাইকে ম্যানেজ করে ব্যবসা করি। সড়কের বেশির ভাগ অংশ দখল করে রাখেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে ফুটপাত দখল করে এক শ্রেণির লোক শাকসবজি, কলাসহ বিভিন্ন মালামল বিক্রি করেন। অন্যদিকে ভ্যানগাড়িতে বেচাকেনা হচ্ছে ফল ও শাকসবজি। বিভিন্নভাবে সুবিধা নিয়ে এসব দোকান বসানো হয় বলে জানান কয়েকজন। পৌর সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, রাস্তার ওপর এমনভাবে বাজার বসে- আমাদের দোকানে লোকজন আসার রাস্তা থাকে না। আমরা লাখ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান নিয়ে ব্যবসা করতে পারছি না। আর সামান্য টাকা দিয়ে ভ্যানগাড়ি ও ফুটপাত দখল করে ব্যবসা করছেন অনেকে। বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি পরিতোষ ধর বলেন, শত শত দোকান নিয়ে পৌর সুপার মার্কেট হলেও নেই পার্কিং ব্যবস্থা। বাধ্য হয়ে ক্রেতা-বিক্রেতারা তাদের মোটরসাইকেল-বাইসাইকেল রাখেন রাস্তায়। এ ভোগান্তি লাঘবে দ্রুত গাড়ি পার্কিং ব্যবস্থা জরুরি বলে তিনি জানান। শহরের শহীদ রফিক সড়কেরও একই চিত্র। দেখে বোঝার উপায় নেই এগুলো জেলা শহরের প্রধান সড়ক নাকি যানবাহনের গ্যারেজ। শহর বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুদ্দিন রেজা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও গাড়ি পার্কিং ব্যবস্থা না রেখে মার্কেট ও আবাসিকভবন তৈরির কারণে জানযট সৃষ্টি হচ্ছে। পৌরবিধি মোতাবেক পার্কিং ব্যবস্থা রেখে বাড়িঘর, মার্কেট হলে এমন অবস্থা হতো না। পৌর মেয়র রমজান আলী বলেন, খুব শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দিনের মধ্যে মালিকদের নোটিস করা হবে। তারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা পৌর কোড মানবেন না তাদের স্থপনা ভেঙে ফেলা হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
যেখানে-সেখানে পার্কিংয়ে ভোগান্তি
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর