মানিকগঞ্জ জেলা শহর ও আশপাশে গড়ে উঠছে একের পর এক বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। বেশির ভাগ ভবন পৌরসভার নিয়ম না মেনে তৈরির অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন শহরে আসেন নানা কাজে। অফিস-আদালত, মার্কেট, আবাসিক ভবন, ক্লিনিক কোথাও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে মানুষ প্রাইভেট কার, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, বাইসাইকেলসহ সব ধরনের যান রাস্তার ওপর যেখানে-সেখানে দাঁড় করিয়ে রেখে প্রয়োজনীয় কাজকর্ম সারেন। ফলে রাস্তায় চলাচল অসাধ্য হয়ে পড়ে। এমনকি হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যায়। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সরেজমিন দেখা যায়, মানিকগঞ্জ শহরের প্রবেশমুখ শহীদ স্বরণী সড়কে সদর হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক। কিন্তু কোনো ভবনে পার্কিং ব্যবস্থা নেই। কেউ কেউ পার্কিংয়ের ব্যবস্থা রেখে পৌরসভা থেকে ভবনের অনুমোদন নিলেও পরে ওই জায়গায় বানানো হয়েছে দোকান। ফুটপাত দখলে রেখেছেন নানা ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে হাঁটার অবস্থা নেই বললেই চলে। একজন হোটেল ব্যবসায়ী জানান, আমরা সবাইকে ম্যানেজ করে ব্যবসা করি। সড়কের বেশির ভাগ অংশ দখল করে রাখেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে ফুটপাত দখল করে এক শ্রেণির লোক শাকসবজি, কলাসহ বিভিন্ন মালামল বিক্রি করেন। অন্যদিকে ভ্যানগাড়িতে বেচাকেনা হচ্ছে ফল ও শাকসবজি। বিভিন্নভাবে সুবিধা নিয়ে এসব দোকান বসানো হয় বলে জানান কয়েকজন। পৌর সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, রাস্তার ওপর এমনভাবে বাজার বসে- আমাদের দোকানে লোকজন আসার রাস্তা থাকে না। আমরা লাখ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান নিয়ে ব্যবসা করতে পারছি না। আর সামান্য টাকা দিয়ে ভ্যানগাড়ি ও ফুটপাত দখল করে ব্যবসা করছেন অনেকে। বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি পরিতোষ ধর বলেন, শত শত দোকান নিয়ে পৌর সুপার মার্কেট হলেও নেই পার্কিং ব্যবস্থা। বাধ্য হয়ে ক্রেতা-বিক্রেতারা তাদের মোটরসাইকেল-বাইসাইকেল রাখেন রাস্তায়। এ ভোগান্তি লাঘবে দ্রুত গাড়ি পার্কিং ব্যবস্থা জরুরি বলে তিনি জানান। শহরের শহীদ রফিক সড়কেরও একই চিত্র। দেখে বোঝার উপায় নেই এগুলো জেলা শহরের প্রধান সড়ক নাকি যানবাহনের গ্যারেজ। শহর বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুদ্দিন রেজা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও গাড়ি পার্কিং ব্যবস্থা না রেখে মার্কেট ও আবাসিকভবন তৈরির কারণে জানযট সৃষ্টি হচ্ছে। পৌরবিধি মোতাবেক পার্কিং ব্যবস্থা রেখে বাড়িঘর, মার্কেট হলে এমন অবস্থা হতো না। পৌর মেয়র রমজান আলী বলেন, খুব শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দিনের মধ্যে মালিকদের নোটিস করা হবে। তারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা পৌর কোড মানবেন না তাদের স্থপনা ভেঙে ফেলা হবে।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
যেখানে-সেখানে পার্কিংয়ে ভোগান্তি
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর