বংশাই নদীতে সেতু না থাকায় সখীপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী ৯টি গ্রামের হাজার হাজার মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে চলাচলে ১০০ ফুট বাঁশের সাঁকোই স্থানীয়দের একমাত্র ভরসা। বিভিন্ন স্কুল-মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হাটবাজারসহ নিত্য প্রয়োজনে ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে, জানায় এলাকাবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় শিশু, বয়স্ক, রোগী ও গর্ভবতী মায়েদের। সরেজমিনে দেখা যায়, বংশাই নদীর পাড়ঘেঁষা সখীপুরের হাতীবান্ধা, বেড়বাড়ী, নাইকেনবাড়ি, রতনপুর, কাঞ্চনপুর এবং বাসাইল উপজেলার চাকদহ, রাসরা, মিরিকপুর, ছৈদামপুরসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পারাপার হচ্ছে এই বাঁশের সাঁকো দিয়ে। দুই উপজেলার সীমান্তের একমাত্র সাপ্তাহিক হাট বংশাই নদীর পাড়ঘেঁষা চাকদহ হাট। আশপাশে চার কিলোমিটারের মধ্যে কোনো হাটবাজার না থাকায় এই চাকদহ বাজারের সাপ্তাহিক হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা করতে আসে সেখানকার মানুষ। এ হাট থেকে ধান-চাল, সার-কীটনাশকসহ বিভিন্ন সামগ্রী কিনে ওই সাঁকো দিয়ে চলাচল খুবই কষ্টকর। সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় শিশু, বয়স্ক, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েরা। বংশাই নদীতে সেতু না থাকায় অসুস্থ রোগী নিয়ে ১৫ থেকে ২০ কিলোমিটার সড়ক ঘুরে বাসাইল ও সখীপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় এ এলাকার মানুষের। নির্বাচনের সময় ভোটের জন্য চাকদহ গ্রামে সেতু নির্মাণের আশ্বাস দেয় অনেকেই। কিন্তু এখন পর্যন্ত কেউ কথা রাখেনি। অনেক উন্নয়ন হয়েছে কিন্তু বংশাই নদীর চাকদহ গ্রামের সেতু হয়নি। রাসরা গ্রামের সুজন মিয়া বলেন, বর্ষার সময় নদীতে অনেক স্রোত থাকে তখন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। স্থানীয় দানজে আলী বলেন, সেতুর অভাবে এই এলাকার অনেক মানুষকে সিএনজি, মোটরসাইকেল ও অটোগাড়ি নিয়ে ১৫ কিলোমিটার বা তারও বেশি সড়ক ঘুরে বাড়ি আসতে হয়। সমাজসেবক ফজলুর রহমান বলেন, সখীপুর ও বাসাইল উপজেলার সামগ্রিক দিক থেকে চাকদহ গ্রামটি এখনো অবহেলিত। শুধু যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে শত বছরের চাকদহ হাট হারিয়ে যাওয়ার পথে। বংশাই নদীর ওপর সেতু হলে দুই উপজেলার ৯টি গ্রামের মানুষের চলাচলের সুবিধা হবে। সখীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী আবদুল বাসেদ মিয়া বলেন, বংশাই নদীর চাকদহ এলাকায় সেতু নির্মাণের জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
নদীতে সেতু না থাকায় দুর্ভোগ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর