গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রতিটি বাড়ি যেন একেকটি নার্সারি। কোথাও অনাবাদি নেই এক টুকরো জমি। নার্সারি পেশা কৃষ্ণপুরবাসীর ভাগ্য বদলে দিয়েছে। শূন্য থেকে কোটিপতি হয়েছেন কেউ কেউ। প্রতি বছর দেড় শতাধিক নার্সারি থেকে কোটি টাকার চারা বিক্রি হয়। গাইবান্ধা শহর থেকে কৃষ্ণপুরের দূরত্ব ৬ কিলোমিটার। ভাতগ্রাম ইউনিয়নের বাজার থেকে একটু দক্ষিণে এগুলে নানা প্রজাতির গাছের চারা নজর কাড়ে। যতদূর দৃষ্টি যায় ফুল, ফল, ওষুধি ও বনজ চারা দেখা যায়। যেগুলোর গোড়ার মাটি পলি প্যাকেটে আবদ্ধ। নার্সারিগুলোয় কেউ নিড়ানি দিচ্ছেন। ঝাঁজরি দিয়ে চারায় পানি দিচ্ছেন কেউ। এ গ্রামে রয়েছে দেড় শতাধিক বাণিজ্যিক নার্সারি। যেখানে ফুল, ফলসহ বিভিন্ন বনজ উদ্ভিদের চারা উৎপাদন ও বিক্রি হয়। স্থানীয়দের কাছে কৃষ্ণপুর নার্সারি হিসেবে অধিক পরিচিত। গ্রামের ৫ শতাধিক পরিবারের মধ্যে প্রায় ৪০০ পরিবার নার্সারি পেশায় সম্পৃক্ত। গ্রামের মাঠে মাঠে এমনকি বাড়ির উঠানেও চারা উৎপাদন করা হয়। আম, কাঁঠাল, পেঁয়ারাসহ নানা দেশি ফল ছাড়াও আপেল, কমলালেবু, মাল্টা, বিদেশি পার্সিমন, পিনাক বাটার, কিউই, শ্বেতচন্দনসহ বিভিন্ন ফলদ ও ভেষজ গাছের চারা রয়েছে নার্সারিতে। গ্রামজুড়ে গড়ে ওঠা নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। পুরুষের পাশাপাশি অনেক নারী শ্রমিক এসব বাগানে কাজ করছেন। আকাশ নার্সারিতে কর্মরত তিন সন্তানের জননী রহিমা বেগম বলেন, সকালে এখানে কাজ করে যা আয় হয় তা দিয়ে ভালোভাবেই সংসার চলে। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছোট-বড় দেড় শতাধিক নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। এসব নার্সারি উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জেলায় ১৫৭ হেক্টর জমিতে নার্সারি আছে। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে নার্সারি রয়েছে। যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় বেশি।
শিরোনাম
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
নার্সারির গ্রাম কৃষ্ণপুর
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর