গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রতিটি বাড়ি যেন একেকটি নার্সারি। কোথাও অনাবাদি নেই এক টুকরো জমি। নার্সারি পেশা কৃষ্ণপুরবাসীর ভাগ্য বদলে দিয়েছে। শূন্য থেকে কোটিপতি হয়েছেন কেউ কেউ। প্রতি বছর দেড় শতাধিক নার্সারি থেকে কোটি টাকার চারা বিক্রি হয়। গাইবান্ধা শহর থেকে কৃষ্ণপুরের দূরত্ব ৬ কিলোমিটার। ভাতগ্রাম ইউনিয়নের বাজার থেকে একটু দক্ষিণে এগুলে নানা প্রজাতির গাছের চারা নজর কাড়ে। যতদূর দৃষ্টি যায় ফুল, ফল, ওষুধি ও বনজ চারা দেখা যায়। যেগুলোর গোড়ার মাটি পলি প্যাকেটে আবদ্ধ। নার্সারিগুলোয় কেউ নিড়ানি দিচ্ছেন। ঝাঁজরি দিয়ে চারায় পানি দিচ্ছেন কেউ। এ গ্রামে রয়েছে দেড় শতাধিক বাণিজ্যিক নার্সারি। যেখানে ফুল, ফলসহ বিভিন্ন বনজ উদ্ভিদের চারা উৎপাদন ও বিক্রি হয়। স্থানীয়দের কাছে কৃষ্ণপুর নার্সারি হিসেবে অধিক পরিচিত। গ্রামের ৫ শতাধিক পরিবারের মধ্যে প্রায় ৪০০ পরিবার নার্সারি পেশায় সম্পৃক্ত। গ্রামের মাঠে মাঠে এমনকি বাড়ির উঠানেও চারা উৎপাদন করা হয়। আম, কাঁঠাল, পেঁয়ারাসহ নানা দেশি ফল ছাড়াও আপেল, কমলালেবু, মাল্টা, বিদেশি পার্সিমন, পিনাক বাটার, কিউই, শ্বেতচন্দনসহ বিভিন্ন ফলদ ও ভেষজ গাছের চারা রয়েছে নার্সারিতে। গ্রামজুড়ে গড়ে ওঠা নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। পুরুষের পাশাপাশি অনেক নারী শ্রমিক এসব বাগানে কাজ করছেন। আকাশ নার্সারিতে কর্মরত তিন সন্তানের জননী রহিমা বেগম বলেন, সকালে এখানে কাজ করে যা আয় হয় তা দিয়ে ভালোভাবেই সংসার চলে। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছোট-বড় দেড় শতাধিক নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। এসব নার্সারি উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জেলায় ১৫৭ হেক্টর জমিতে নার্সারি আছে। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে নার্সারি রয়েছে। যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় বেশি।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
নার্সারির গ্রাম কৃষ্ণপুর
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর