সুন্দরবনে বেঙ্গল টাইগারের (বাঘ) খাদ্য বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্যা কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সার্বিক সহযোগিতায় প্রকাশিত জরিপে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন প্রজাতির বন্যপ্রাণী হরিণ, বানর, বন্যশুকর বাড়ার তথ্য মিলেছে। এ বনে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী থাকলেও বাঘের খাদ্য আছে মাত্র পাঁচ প্রজাতির। এরা হলো- হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারু। এদের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯২৮টি। এবার বন বিভাগের জরিপে হরিণ, বানর ও বন্যশুকরের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয় গুইসাপ ও সজারু। সুন্দরবনে বাঘের খাদ্য সংকট না থাকা ও বাঘের খাদ্য বন্যপ্রাণীর সংখ্যা অনেক বাড়ার সুখবর নিশ্চিত করেছে বন বিভাগ। তারা জানায়, পুরো সুন্দরবনে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আইইউসিএন সার্বিক সহযোগিতার বাঘের খাদ্য হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারুর জরিপ করা হয়। সম্প্রতি প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ২০০৪ সালে চিত্রল ও মায়া হরিণ ছিল ৮৩ হাজার। বেড়ে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি। বানর ৫১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৪৪টি। বন্যশুকর ২৮ হাজার থেকে বেড়ে ৪৭ হাজার ৫১৫ হয়েছে। সুন্দবনে এবারই প্রথম জরিপে অন্তর্ভুক্ত হওয়া গুইসাপ রয়েছে ২৫ হাজার ১২৪টি ও সজারু রয়েছে ১২ হাজার ২৪১টি। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনে বাঘের পর্যাপ্ত প্রাণী খাদ্য রয়েছে। এ ম্যানগ্রোভ বন দস্যুমুক্ত হওয়া, রাসমেলা বন্ধ করা, স্মার্ট পেট্রোলিংসহ বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড ও বিজিবির কঠোর নজরদারির কারণে হরিণসহ বন্যপ্রাণী শিকার কমে এসেছে।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য
আইইউসিএন-এর জরিপ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর