সুন্দরবনে বেঙ্গল টাইগারের (বাঘ) খাদ্য বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্যা কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সার্বিক সহযোগিতায় প্রকাশিত জরিপে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন প্রজাতির বন্যপ্রাণী হরিণ, বানর, বন্যশুকর বাড়ার তথ্য মিলেছে। এ বনে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী থাকলেও বাঘের খাদ্য আছে মাত্র পাঁচ প্রজাতির। এরা হলো- হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারু। এদের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯২৮টি। এবার বন বিভাগের জরিপে হরিণ, বানর ও বন্যশুকরের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয় গুইসাপ ও সজারু। সুন্দরবনে বাঘের খাদ্য সংকট না থাকা ও বাঘের খাদ্য বন্যপ্রাণীর সংখ্যা অনেক বাড়ার সুখবর নিশ্চিত করেছে বন বিভাগ। তারা জানায়, পুরো সুন্দরবনে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আইইউসিএন সার্বিক সহযোগিতার বাঘের খাদ্য হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারুর জরিপ করা হয়। সম্প্রতি প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ২০০৪ সালে চিত্রল ও মায়া হরিণ ছিল ৮৩ হাজার। বেড়ে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি। বানর ৫১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৪৪টি। বন্যশুকর ২৮ হাজার থেকে বেড়ে ৪৭ হাজার ৫১৫ হয়েছে। সুন্দবনে এবারই প্রথম জরিপে অন্তর্ভুক্ত হওয়া গুইসাপ রয়েছে ২৫ হাজার ১২৪টি ও সজারু রয়েছে ১২ হাজার ২৪১টি। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনে বাঘের পর্যাপ্ত প্রাণী খাদ্য রয়েছে। এ ম্যানগ্রোভ বন দস্যুমুক্ত হওয়া, রাসমেলা বন্ধ করা, স্মার্ট পেট্রোলিংসহ বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড ও বিজিবির কঠোর নজরদারির কারণে হরিণসহ বন্যপ্রাণী শিকার কমে এসেছে।
শিরোনাম
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য
আইইউসিএন-এর জরিপ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর