দিনাজপুরে গাছে গাছে এখন বিভিন্ন জাতের আমের মুকুলের ম-ম গন্ধ। ফাল্গুনের শুরু থেকেই সর্বত্রই উঁকি দিচ্ছে মুকুল। কোনো কোনো গাছে গুটিও ধরেছে। এখন বাগানে বাগানে পরিচর্যায় ব্যস্ত মালিক ও ব্যবসায়ীরা। কেউ কেউ উন্নত পদ্ধতিতে আম চাষ ও রক্ষণাবেক্ষণে নানান পদক্ষেপ নিচ্ছেন। যাতে আমের ভালো রঙ ও ফলন পাওয়া যায়। এতে দাম ভালো পাওয়া যাবে। অনেক ব্যবসায়ী দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যে ভালো ফলন পেতে এবং সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, হিমসাগর, হাঁড়িভাঙা, রুপালি, বারি-৪, গৌরমতী, আম্রপলি, গোপালভোগসহ বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে দিনাজপুরে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করলে উৎপাদন বাড়ে, পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ এবং পরিবহন, রপ্তানিসহ বাজারজাত করতে পারলে কৃষক ব্যাপক লাভবান হবে এমনটাই বলছেন কৃষি কর্মকর্তারা। আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। নবাবগঞ্জ, খানসামা, বিরল, কাহারোল ছাড়াও দিনাজপুরের সব উপজেলায় আম চাষ হচ্ছে। তবে ভালো ফলনে বিশেষ দৃষ্টি দিয়েছেন নবাবগঞ্জের আম ব্যবসায়ী ও বাগান মালিকরা। বাগানে চলছে আমের মুকুল ধরে রাখতে পরিচর্যাসহ ওষুধ স্প্রে। নবাবগঞ্জের অনেক কৃষক কৃষিজমিতে সাথিফসল হিসেবে চাষ করছেন আম। নিরাপদ ও মানসম্মত আম উৎপাদন করে বাজারজাতকরণে নবাবগঞ্জে শতাধিক আম চাষির সমন্বয়ে ২০১৬ সালে ‘মাহমুদপুর ফল সমবায় সমিতি লিমিটেড’ গঠন করা হয়। ঋণ সুবিধাসহ সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলের আম বিদেশে রপ্তানি করা যেতে পারে বলে জানান মাহমুদপুর ফল সমবায় সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আমি ৩ একর জমিতে আম চাষ করছি। ভালো ফলনের আশাও করছি। সব আমবাগানে এসেছে মুকুল। নিরাপদ, মানসম্মত ফল উৎপাদনে পরিচর্যা চালিয়ে যাচ্ছি। নবাবগঞ্জেই ৮০৪ হেক্টর জমিতে চাষ হচ্ছে। এখানে প্রচুর হিমসাগর, হাঁড়িভাঙা, রুপালি, বারি-৪ জাতের আম চাষ হয়। প্রতি বছর ২৫-২৬ কোটি টাকার আম বিক্রি হয়।’
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ