চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি সোনার বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বারগুলো লুঙ্গির ভিতরে কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে আটকানো ছিল। জব্দ করা সোনার বারের মূল্য আড়াই কোটি টাকা। মঙ্গলবার রাত ১২টার দিকে এগুলো আটক করা হয়। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলছে বিজিবি। আকরাম ঠাকুরপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ঠাকুরপুর সীমান্তের ৯০ নম্বর মেইন পিলার হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর গ্রামের বাগানপাড়া বটতলায় তাকে মোটরসাইকেলে যেতে দেখে বিজিবি সদস্যরা আটক করে। তার দেহ তল্লাশি করে আটটি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলো উদ্ধারের পর বিজিবি সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় আটক আকরাম হোসেনকে আসামি করে একটি মামলা করে। ওই মামলায় আকরাম হোসেনকে থানায় সোপর্দ করা হয়। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।