সাগরে জেলেদের ফিশিং বোটে চালু হয়েছে জিপিএস প্রযুক্তি। প্রাকৃতিক দুর্যোগে সাগর ও নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ সমুদ্র উত্তাল হলে ফিশিং বোট উপকূলে নিরাপদে গন্তব্য ফিরে আসতে পারে না। ফলে দিগবিদিক চলে যায় জেলেদের বোট। যাত্রীবাহী অনেক নৌযানে শক্তিশালী জিপিএস প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। মৎস্যজীবী ফিশিং বোট নিরাপদ চলাচলে বেসরকারি পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) দীর্ঘদিন গবেষণার পরে জেলেদের জন্য এ ডিভাইস চালু করে। জানা গেছে, চরফ্যাশন উপজেলায় নিবন্ধনকৃত ৪০ হাজার জেলে রয়েছে। প্রাথমিকভাবে এ সুবিধা পেয়েছে চরফ্যাশনে ২৫ ফিশিং বোট। সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, জেলেদের নিরাপত্তায় ফিশিং বোট কোন অবস্থানে রয়েছে তা মনিটরিং করার জন্য জিপিএস প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।