গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ডান তীরে ভাঙন রোধে (নদী শাসন) ব্লক ফেলার সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান মেলেনি দুই দিনেও। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার বাবুর বাজারের নতুন খামারকান্দি এলাকায় তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বাগুরিয়ার আবদুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন (৪০), তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫) ও আবদুর যোব্বারের ছেলে আবদুর রশিদ (৪২)। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদীর ডান তীরের ভাঙন রোধে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর প্রকল্প বাস্তবায়ন করছে। শনিবার দুপুরে একটি ট্রলারে ৫০০ পিস ব্লক নিয়ে নদীতে ফেলার জন্য ২৯ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। চালকসহ ২৬ জন সাঁতরে নদীর তীরে উঠে এলেও নিখোঁজ হন তিন শ্রমিক।
নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন স্থানীয়রা। গতকাল দিনভর উদ্ধার অভিযান চালায় রংপুর থেকে আসা ডুবুরি দল ও গাইবান্ধা ফায়ার সার্ভিস। সুন্দরগঞ্জের ইউএনও তরিকুল ইসলাম বলেন, ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। তাদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।