উপাচার্যের পদত্যাগ, দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে গতকালও উত্তাল ছিল দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে কুশপুতুল দাহ করা হয়েছে। এদিকে দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ গড়ার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের দাবির মুখে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি-রেজিস্ট্রারসহ ছয়জন, পাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর, গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর - সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে তার কুশপুতুল দাহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তারা তালা ঝুলিয়ে দিয়েছেন প্রশাসনিক ও একাডেমিক ভবনে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ কয়েকজন কর্মকর্তা ক্যাম্পাস ত্যাগে বাধ্য হন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত ভিসির কাছে তাদের সাত দফা দাবি পেশ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা উপাচার্যের কুশপুতুল দাহ করেন। পরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলামের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মুর্তজা ও সিকৃবির সমন্বয়ক আজিজুল হক আজাদের নেতৃত্বে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে - ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, অনতিবিলম্বে ক্যাম্পাসের সব কার্যক্রম চালু ও আবাসিক হল খুলে দেওয়া। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালু, বৈধ ছাত্রদের হলে সিট প্রদান ও অছাত্রদের হলত্যাগের নির্দেশ এবং যাদের দ্বারা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়েছেন তাদের পদত্যাগ। খুলনা : দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, ট্রেজারার ড. কে এম সালাহউদ্দিন ও প্রক্টর ড. কামাল হোসেন পদত্যাগ করেছেন। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন প্রো-ভিসি ও ট্রেজারার। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ভ্রম্য জানান, রবিবার তারা পদত্যাগপত্র জমা দেন। মেলান্দহ (জামালপুর) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর-ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট-ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারশী দাশ, এসিস্ট্যান্ট প্রক্টর সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল ও পরিবহন পুলের সদস্য হোসাইন মাহমুদ পদত্যাগ করেছেন। গাজীপুর : গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান।
শিরোনাম
- জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
- গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সম্মেলন
- ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
- ট্রাইব্যুনালে হাজির করা হলো যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে
- ভালুকায় চোরকে ধাওয়া করতে গিয়ে যুবক নিহত
- ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১২
- আ.লীগের শাসনামলে দেশকে নিঃস্ব করে ফেলা হয়েছে : নজরুল ইসলাম
- পিএসএলের প্লেয়ার্স ড্রাফট ১১ জানুয়ারি
- শি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!
- শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত
- দেশে ফিরলেন মির্জা ফখরুল
- ভোগান্তি ছাড়াই যেন সাধারণ মানুষ সঠিক সেবা পায় : জেলা প্রশাসক
- বিএনপির যৌথসভা বিকালে
- হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
- র্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি : ডিজি
- ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
- মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া
- ব্যাট হাতে তামিমের ঝড়ো ফিফটি
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
- দুদকের মামলায় গিয়াস উদ্দিন মামুনের খালাসের রায় বহাল