পিরোজপুর সদর উপজেলায় দরিদ্র পরিবারের এক নারীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার কুমারখালী গ্রামে পুলিশ লাইনস সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আল্লাদী (৪৫) নামে ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কুমারখালী এলাকার মুচি দিলীপের স্ত্রী। স্থানীয় কাউন্সিলর আবু সিকদার জানান, আল্লাদীর ছেলে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। মানসিকভাবে অনেকটাই ভারসাম্যহীন স্বামী দিলীপকে নিয়ে ঘরে একাই ছিলেন তিনি। রাত সাড়ে ৭টার দিকে আল্লাদীর ঘরের সামনে থাকা দোকানের লোকজন তার গলা কাটার বিষয়টি জানতে পারে।
পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রহিতোষ দাস জানান, তার গলার সামনের অংশ কেটে গেছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্টভাবে বলা যাবে।