কালিয়াকৈর উপজেলার কালামপুর খোয়াজ মার্কেট এলাকায় সরকারি বনের ভিতর থেকে একটি নোয়া গাড়ি জব্দ করেছে পুলিশ। কালিয়াকৈরে থানার এসআই আরিফ হোসেন জানান, গাড়ির ভিতরে কোনো মালামাল পাওয়া যায়নি। বনের ভিতর গত শনিবার ভোরে গাড়িটি দেখতে পান এলাকাবাসী। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও গাড়িটি বনের ভিতর ছিল। এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে গাড়িটি ওই স্থানেই থাকলে এলাকাবাসী থানায় খবর দেন।