চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার সময় ছয়টি বাল্কহেড এবং সাতটি ড্রেজারসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক গতকাল এ তথ্য জানান।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মতলব উত্তর বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, মেঘনা নদীর ষাটনল এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু তুলছে-খবর পেয়ে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।