মৎস্য ও শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত চলনবিলে পলিথিন, প্লাস্টিক বর্জ্য পরিহারের আহ্বান জানানো হয়েছে। গতকাল নাটোরে এক সচেতনতামূলক সভা ও বিলের জীববৈচিত্র্য, জলাশয় রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। গতকাল সকাল ১০টায় চলনবিলের পেট্রোলবাংলা পয়েন্ট এলাকায় মানববন্ধন ও সচেতনতামূলক সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে নৌকা নিয়ে চলনবিলের তিশিখালী, বিলসা সহ পথে-পান্তরের বিভিন্ন পয়েন্টে দিনব্যাপি এই কর্মসূচি পালন করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও নাটোর ভূগোল পরিবার। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ভূগোলের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয় ভূগোল ও পরিবেশ এলামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ডক্টর জাহান বক্স, মোড়ল দিঘাপতিয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ আহমাদুল হক স্বপন, আবুল কালাম আজাদ, ইদ্রীস আলী প্রমুখ। সাইফুল ইসলাম বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বিলের জীববৈচিত্র্য এবং সরকারি খাল-বিল ও জলাশয় রক্ষায় এ সংগঠনের সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে তাদের বেশ সাফল্যও রয়েছে। এবার চলনবিলে কৃষির উন্নয়নে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিহারে নৌ ভবনে আসা পর্যটকসহ সাধারণ মানুষকে তারা সচেতন করছেন।