গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুরে ইউপি সদস্য ও ব্যবসায়ী নেতা মোস্তাক আলীর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে দারিয়াপুর বাজারের চার মাথায় সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি হয়। বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তৃতা করেন তাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল, ময়নুল কবীর মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে দারিয়াপুর বন্দরের ব্রিজ এলাকায় রাস্তার পাশ থেকে ইউপি সদস্য মোস্তাকের লাশ উদ্ধার করে পুলিশ।