নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় ছয়টি মোটরসাইকেল ও একটি বাস কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে উপজেলার লক্ষ্মীকোল বাজার ও রয়না ভরট হাটে এসব ঘটনা ঘটে। এ ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিএনপি নেতা মেহেদী হাসান নোমান একটি মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্ত হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার অনুসারীরা ২ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বরণ করে লক্ষ্মীকোল বাজারে আসেন। সেখানে পথসভায় নোমানের দেওয়া বক্তৃতায় পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল হক মুক্তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে দাবি করে তার অনুসারী পৌর যুবদলের নেতা-কর্মীরা তাকে বাধা দেন। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। এর কিছুক্ষণ পরে রয়না ভরট হাটে একটি বাস কাউন্টারে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাতকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- হাসিনা দেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে : অলি আহমদ
- বাংলাদেশ প্রতিদিন সবসময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে
- মাছের বর্জ্যকে সম্পদে রূপান্তরে গাকৃবি-ইউএনডিপি চুক্তি
- বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- লালমনিরহাটে প্রতিবন্ধী তরুণী ও শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
- মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
- ঢাকায় না হলেও ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে: প্রেস উইং
- অবরুদ্ধ থাকার পর ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
- ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
- স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- গণতন্ত্র ও মানবিকতার পক্ষে বাংলাদেশ প্রতিদিন: কুড়িগ্রামে বক্তারা
- বস্তুনিষ্ঠতার কারণে প্রশংসিত বাংলাদেশ প্রতিদিন: বাগেরহাটে বক্তারা
- স্বর্ণের দাম বাড়ল
- চোখের আলো হারানো সেই মাহবুবের পাশে নারায়ণগঞ্জের ডিসি
- নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার সুপারিশ সিপিডির
- কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রী
- জনগণের কথা বলেই বাংলাদেশ প্রতিদিন আজ শীর্ষে
- খানসামায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- সিলেটে সিএনজি ভাড়া নৈরাজ্য, ভোগান্তিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা