গাইবান্ধা জেলায় বেড়েছে অপরাধপ্রবণতা। প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড। শুধু রাতে নয়, দিনদুপুরেও ঘটছে এসব ঘটনা। অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের তদারকির অভাব ও মাদক সহজলভ্যতায় অপরাধ বেড়েছে অভিযোগ স্থানীয়দের। পুলিশের তথ্যমতে, গত জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত জেলার সাত উপজেলায় খুন হয়েছেন ২৭ জন। এ সময় আটটি ছিনতাই, দুটি ডাকাতি, ৩৮টি চুরি ও ৪১টি ধর্ষণসহ ৯৫টি নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তারের কারণে বাড়ছে এসব অপরাধ। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোর, ছিনতাইকারীসহ অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় অনেকে থানায় অভিযোগই করেন না। গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার তৌহিদুল ইসলাম জানান, এমন অপরাধ কর্মকাণ্ড আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সাধারণ মানুষ সন্ধ্যার পর বের হতে ভয় পান। পুলিশ আগের মতো মাঠে কাজ করে না। তারা অফিসে সীমাবদ্ধ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পৌর শহরের থানাপাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রশাসনের নজরদারি কমায় জেলায় প্রায়ই লাশ পড়ছে। যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছে। দ্রুত প্রশাসনকে কঠোর হতে হবে। একই কথা বললেন শহরের সালিমার সুপার মার্কেটের পুম্পা গার্মেন্টসের স্বত্বাধিকারী বাবু মিয়া। তিনি বলেন, দিনদিন পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠছে। অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম বলেন, কয়েকটি ঘটনার পর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সচেতনতা বাড়ানো, অপরাধ কর্মকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে নতুন করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বেড়েছে খুনাখুনি ছিনতাই
পাঁচ মাসে ২৭ হত্যাকাণ্ড ঘটছে ডাকাতি ছিনতাইও
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর