ফেনীর ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট তীব্র আকার ধারণ করেছে। সুচিকিৎসাবঞ্চিত হচ্ছেন উপজেলাটির লাখো মানুষ। হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও এর আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শুরু হয়নি। ফলে ভোগান্তি থেকে মুক্তি মিলছে না ফুলগাজীবাসীর। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩১ শয্যার কাঠামো অনুযায়ী এখানে দুজন মেডিকেল অফিসার থাকার কথা। বর্তমানে আছেন একজন। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), গাইনি ও সার্জারি কনসালটেন্ট পদ শূন্য। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুজন চিকিৎসক বিদেশে রয়েছেন।
সেবিকার ২৫টি পদের সাতটিই ফাঁকা। মিডওয়াইফ চারটি পদের মধ্যে কর্মরত আছেন দুজন। আয়া ও ওয়ার্ডবয়ের ছয়টি পদের পাঁচটিই খালি। পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদের বিপরীতে চারটি শূন্য। সিকিউরিটি গার্ড এবং অফিস সহকারীর সব কটি পদই ফাঁকা রয়েছে। নেই অফিসের প্রধান সহকারী, পরিসংখ্যানবিদ ও স্টোর কিপার। অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাবে সুবিধাবঞ্চিত হচ্ছেন রোগীরা। স্থানীয়রা জানান, জনবল সংকটে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই রোগী। রোগীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে জনবল না থাকায় উপজেলার মানুষ সেবাবঞ্চিত হচ্ছেন। গাইনি, সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তথা সিনিয়র কনসালট্যান্ট পদে লোকবল নিয়োগ জরুরি হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া জানান, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পাশাপাশি বিভিন্ন বিভাগের জনবল সংকট রয়েছে। অনেক সমস্যার মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।