পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে শাজিদুল (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কুয়াকাটা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাজিদুলের বাড়ি নেত্রকোনায়। পুলিশ সূত্রে জানা গেছে, শাজিদুল তার বন্ধুর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসে শুক্রবার সকালে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরদিন রাতে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় তাকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়। হাসাপাতালে নেওয়ার পর কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।