নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে জনি ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের পেছনের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। জনি উপজেলার ভরতপুর গ্রামের পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতের সহপাঠী ও স্বজনরা জানান, গতকাল জনির অর্ধবার্ষিক পরীক্ষার শেষ দিন ছিল।
পরীক্ষা শেষে স্কুল ড্রেস পড়েই সে দুই বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পেছনের পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।