পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করতে দিনাজপুরের চিরিরবন্দরের বিভিন্ন নার্সারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের প্রায় ২৫ হাজার চারা ধ্বংস করা হয়।
মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার নশরতপুর, ইসফপুর, আবদুলপুর ইউনিয়নের বিভিন্ন নার্সারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারা উৎপাদন ও বিক্রি করায় তামান্না নার্সারি, এম আর ভিলেজ নার্সারি, মৌসুমী নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, মিম নার্সারি ও ভাই ভাই নার্সারিতে থাকা পরিবেশের জন্য ক্ষতিকর ২৫ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। অভিযানে চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিনেশ চন্দ্র, উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম, মিনহাজুল হক নবাব, রবিউল ইসলাম, আজিজুল হক, রেজওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, ‘ইউক্যালিপটাস একটি পরিবেশ বিধ্বংসী গাছ। এটি মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে উর্বরতা শক্তি নষ্ট করে। যা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে সরকার এই গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করেছে।’
উল্লেখ্য, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।