নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কেশবা ময়দানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার মতিয়ার রহমান (৬০), মহাসিন ইসলাম (১৮) এবং সুলতান আলী (৭০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মতিয়ার রহমান জমিতে কাজ করছিলেন। হঠাৎ একটি শিয়াল তাকে কামড়ানো শুরু করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মহাসিন ও সুলতানও শেয়ালের আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা মিলে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, শিয়ালের কামড়ে আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।