প্রকৃতি ও প্রাণিকূলের প্রতি ভালোবাসায় নাটোরের সিংড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’। গতকাল সকালে চলনবিল গেট এলাকার বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থানে শতাধিক নারকেল ও সুপারি চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, বন্যপ্রাণীবিষয়ক সম্পাদক আবদুল আলীম খাজা, শিক্ষক আবু সাইদ পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।
পরিবেশকর্মী সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রায় তিন কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে এক কিলোমিটার এলাকায় বজ্রপাত প্রতিরোধক তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।