মেহেরপুরে বাসাবাড়ি, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুতের সচল সংযোগের তার চুরির হিড়িক পড়েছে। রাতের আঁধারে কিংবা দিনের বেলায় তার কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। ফলে ভোগান্তি ও আতঙ্কে রয়েছেন শহর ও গ্রামের মানুষ। এ নিয়ে থানায় অভিযোগ দিলেও মিলছে না সমাধান। স্থানীয়দের অভিযোগ, চোরেরা তার কেটে নিয়ে পুড়িয়ে তামা আলাদা করে ভাঙাড়ি ব্যবসায়ীদের কাছে কেজি দরে বিক্রি করে। শুধু বাসাবাড়ি নয়, সম্প্রতি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের মদনাডাঙ্গা সাব-স্টেশন প্রকল্পের প্রায় এক কিলোমিটার তার একাধিকবার চুরি হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতে বিদ্যুৎ চলে গেলে ভেবেছিলাম লোডশেডিং।