আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলার সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত কেউ আদালতে উপস্থিত ছিলেন না। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবদুল আজিজের ছেলে আবদুল হামিদের জায়গায় অভিযান চালায় জেলা প্রশাসন। এতে তার ঘর ভেঙে বেদখল করা হয়। এ ঘটনায় আবদুল হামিদ ২০০৮ সালের ১০ আগস্ট তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, চারজনের কারাদে র পাশাপাশি বাদীকে তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।