কুষ্টিয়া ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল উিপজেলার চাঁদগ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদগ্রামের হাবিল সদ্দারের স্ত্রী জোসনা খাতুন (৫৫) ও ছেলে বিপ্লব সরদার (৩৫)। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে চাঁদগ্রাম মাঠে জমি চাষ করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়।
এতে বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। বিপ্লবের চিৎকার শুনে তাকে রক্ষা করতে এসে মা জোসনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে।