চাঁপাইনবাবগঞ্জে ইসরাইল হক কিনু নামে এক প্রবাসীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কিশোর গ্যাং লিডার মো. রিশানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল হাই। এর আগে সংশ্লিষ্ট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। গ্রেপ্তার রিশান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের ছেলে। জানা গেছে, বুধবার রাতে কিশোর গ্যাং লিডার রিশানকে সদর মডেল থানা পুলিশ শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোমাবাজি, লুটপাট ও হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে। উচ্ছৃঙ্খল জীবনযাপন ও নারী কেলেঙ্কারির অভিযোগে সেনাবাহিনীর চাকরি হারান এই রিশান এবং চাকরিচ্যুত হওয়ার পর এলাকায় ফিরে গ্যাং কালচার শুরু করেন। বনে যান গ্যাং লিডার। উল্লেখ্য, ৫ আগস্ট প্রবাসী ইসরাইল হক কিনুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। রিশান তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে রিশানসহ ১৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন আহতের ভাই মো. তুফানী।